পটুয়াখালীর মির্জাগঞ্জে ২০২২-২৩ শিক্ষাবর্ষের শ্রেষ্ঠ শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ, মাধ্যমিক ও সমমান এবং উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় কৃতি ৩৬ শিক্ষার্থীকে সন্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে উপজেলার সুবিদখালী সরকারি রহমান ইসাহাক পাইলট মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পটুয়াখালী জেলা শিক্ষা অফিস ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে পারফরমেন্স বেজড গ্রান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশন স্কিম এসইডিপি এই অনুষ্ঠানের আয়োজন করে।
জেলা শিক্ষা অফিসার মুহাম্মদ মুজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মির্জাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: তরিকুল ইসলাম।
এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: শহিদুল ইসলাম (ভারপ্রাপ্ত), সবিদখালী সরকারি কলেজের প্রভাষক মো: নিজাম উদ্দিন, কাঠালতলী আকতার হোসেন চৌধুরী মেমোরিয়াল ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ মো: মানিকুর রহমান সিদ্দিক, সুবিদখালী সরকারি হাইস্কুলের সাবেক প্রধান শিক্ষক মো: আবদুল জলিল, উপজেলা অ্যাকাডেমিক সুপারভাইজার মো: মোস্তাফিজ রহমান, উপজেলা বিএনপির সহ-সভাপতি মো: গোলাম ফারুক মুন্সী, সিনিয়র সহকারী শিক্ষক মো: নিজাম উদ্দিনসহ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিষ্ঠান প্রধান, এসএমসি সভাপতি, কৃতি শিক্ষার্থী, অভিভাবক ও সংবাদকর্মীরা।
অনুষ্ঠানে মাধ্যমিক ও সমমান পরিক্ষায় ২০ জন এবং উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় ১৬ জন কৃতি শিক্ষার্থীকে সম্মামনা প্রদান করা হয়।