আগামী রমজান শুরুর আগে জাতীয় সংসদ নির্বাচন হবেই : সালাহউদ্দিন আহমেদ

শনিবার (৩০ আগস্ট) দুপুরে নেত্রকোনার ঐতিহাসিক মোক্তার পাড়া মাঠে জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

ফজলুল হক রোমান, নেত্রকোনা

Location :

Netrokona
বক্তব্য রাখছেন সালাহউদ্দিন আহমেদ
বক্তব্য রাখছেন সালাহউদ্দিন আহমেদ |নয়া দিগন্ত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, ‘আমি আজ আপনাদের সামনে ঘোষণা দিচ্ছি, আগামী ২০২৫ ইংরেজি সনের ফেব্রুয়ারির প্রথমার্ধে রমজান শুরু হওয়ার সপ্তাহখানেক আগে বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন হবেই। সেই নির্বাচন কেউ রুখতে পারবা না, সেই শক্তি কারো নাই, একমাত্র আল্লাহ ছাড়া।’

শনিবার (৩০ আগস্ট) দুপুরে নেত্রকোনার ঐতিহাসিক মোক্তার পাড়া মাঠে জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি বলেন, ‘যারা নির্বাচন বাধাগ্রস্ত করতে চায়, বিলম্বিত করতে চায় বিভিন্ন ঠুনকো বাহানায়, নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে বিভ্রান্তি ছড়াতে চায়, তাদের বলতে চাই, বন্ধুগণ গণতন্ত্রের জন্য আমরা সবাই আন্দোলন করেছিলাম। এই গণতন্ত্রের অধিকার, ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য আমরা রক্ত দিয়েছি। সেই ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা ঐক্যকে আরো শক্তিশালী করি। নির্বাচন নিয়ে আপনারা কোনো বাধা সৃষ্টি করবেন না। বাংলাদেশের মানুষ যেভাবে নির্বাচনমুখী হয়ে গেছে তাতে সারাদেশে এখন নির্বাচনী আমেজ চলছে। আমরা আপনাদের আহ্বান জানাবো, অন্যথায় জনগণ আপনাদের প্রত্যাখান করবে।’

দীর্ঘ ১১ বছর পর জেলা বিএনপির দ্বিবার্ষিক এই সম্মেলনে অধ্যাপক ডা: মো: আনোয়ারুল হকের সভাপতিত্বে ও সদস্য সচির রফিকুর ইসলাম হিলালীর সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ আলমগীর হাসান, বিএনপির যুগ্ম মহাসচিব এমরান সারেহ প্রিন্স, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এ এস এম মনিরুজ্জামান দুদু, যুবদল নেতা আব্দুল্লাহ-আল-মামুন প্রমুখ।