নোয়াখালীতে নিখোঁজের ১৪ দিন পর বৃদ্ধের লাশ উদ্ধার

গত ২ জানুয়ারি সকাল ৮টার দিকে নিজ গ্রাম থেকে তিনি নিখোঁজ হন। নিখোঁজের পর পরিবারের সদস্যরা সম্ভাব্য সব স্থানে খোঁজাখুজি করেও তার কোনো খোঁজ পাননি। শুক্রবার বেলা ১১টার দিকে কোটরা মহব্বতপুর গ্রামের ব্রিজের নিচের খাল থেকে দু’জন ছেলে কচুরিপানা আনতে যায়। ওই সময় তারা কচুরিপানা সরালে বৃদ্ধের লাশ ভেসে উঠে।

মুহাম্মদ হানিফ ভুঁইয়া, নোয়াখালী অফিস

Location :

Noakhali
নোয়াখালীতে নিখোঁজের ১৪ দিন পর খাল থেকে এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে
নোয়াখালীতে নিখোঁজের ১৪ দিন পর খাল থেকে এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে |প্রতীকী ছবি

নোয়াখালীর বেগমগঞ্জে নিখোঁজের ১৪ দিন পর মো: আরিফ মিয়া (৭৮) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুর ২টার দিকে উপজেলার গোপালপুর ইউপির কোটরা মহব্বতপুর গ্রামের ব্রিজের নিচের খাল থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত আরিফ মিয়া উপজেলার গোপালপুর ইউনিয়নের কোটরা মহব্বতপুর গ্রামের রাশাদ মিয়ার ছেলে। তিনি গত ২ জানুয়ারি সকাল ৮টার দিকে নিখোঁজ হন।

নিহতের ভাতিজা জামাল হোসেন জানান, তার চাচা আরিফ মিয়া অবিবাহিত ছিলেন। তিনি তার আপন পাঁচ ভাইয়ের সাথে বসবাস করতেন। কয়েক মাস ধরে তিনি মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন। গত ২ জানুয়ারি সকাল ৮টার দিকে নিজ গ্রাম থেকে তিনি নিখোঁজ হন। নিখোঁজের পর পরিবারের সদস্যরা সম্ভাব্য সব স্থানে খোঁজাখুজি করেও তার কোনো খোঁজ পাননি। শুক্রবার বেলা ১১টার দিকে কোটরা মহব্বতপুর গ্রামের ব্রিজের নিচের খাল থেকে দু’জন ছেলে কচুরিপানা আনতে যায়। ওই সময় তারা কচুরিপানা সরালে বৃদ্ধের লাশ ভেসে উঠে।

বেগমগঞ্জ থানার ওসি (তদন্ত) মো: হাবিবুর রহমান বলেন, ‘নিহেতর শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা নেয়া হয়েছে।