মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার কার্যনির্বাহী কমিটির এক সভা সোমবার (২৯ ডিসেম্বর) সকালে খুলনা প্রেসক্লাবস্থ ইউনিয়ন কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
ইউনিয়নের সভাপতি মো: রাশিদুল ইসলাম সভায় সভাপতিত্ব করেন। সভায় ইউনিয়নকে গতিশীল করতে খুলনা মহানগরীতে কর্মরত সাংবাদিকদের আবেদনের পরিপ্রেক্ষিতে ৩০ জনকে নতুন সদস্যপদ দেয়া হয়।
তারা হলেন— আব্দুল্লাহ আল মামুন রুবেল (সময় টিভি), মোহাম্মদ মিলন (খুলনা গেজেট), শেখ শামসুদ্দিন দোহা (নয়া দিগন্ত), বশির হোসেন (দৈনিক কালবেলা), আরাফাত হোসেন অনিক (ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন), রবিউল গাজী উজ্জ্বল (দৈনিক সময়ের খবর), এস এম ইয়াসিন আরাফাত রুমি (দীপ্ত টেলিভিশন), এম এ আজিম (দৈনিক প্রবাহ), এস এম আমিনুল ইসলাম (দৈনিক দেশ রূপান্তর), হাবিবুল্লাহ শেখ সাকিল (চ্যানেল আই), আয়েশা আক্তার জ্যোতি (খুলনা গেজেট), বেল্লাল হোসেন সজল (চ্যানেল ২৪), কামাল হোসেন (বাংলাদেশ বেতার), মো. রাসেল ইসলাম গাজী (দৈনিক আমার একুশ), শেখ ফেরদৌস রহমান (দৈনিক প্রবাহ), নুরুল আমিন নুর (বাংলাদেশ বেতার), মাসুম বিল্লাহ ইমরান (নিউ নেশন), তানভীর ইসলাম প্রান্ত (এস এ টিভি), ওবায়দুর রহমান পলাশ (স্টার নিউজ), রামিম চৌধুরী (এখন টিভি), সৈয়দ হুমায়ুন কবির রানা (দৈনিক খুলনাঞ্চল), মো: রাজু আহমেদ ( দৈনিক গ্রামের কাগজ), মো: এম এ সাদী (দৈনিক সময়ের খবর), মো: কায়কোবাদ মোল্লা বুলবুল (দৈনিক প্রবাহ), মো: আবুল হাসান চৌধুরী (দৈনিক পূর্বাঞ্চল), মো: মোজাহিদুর রহমান (দৈনিক খুলনাঞ্চল), মো: আব্দুল হালিম (সময় টিভি), উম্মে উমামা (ভয়েজ অব টাইগার), রমজান হোসেন জুয়েল (একুশে টেলিভিশন) ও মো: শাহ আলমকে (দৈনিক অনির্বাণ) নতুন সদস্যপদ প্রদান করা হয়।



