চট্টগ্রামের মিরসরাই থানা এলাকা থেকে ১২ বছরের শিশু ধর্ষণচেষ্টা মামলার এজাহারনামীয় প্রধান আসামি অপূর্ব দাসকে (১৯) গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুর ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেন র্যাব-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন।
র্যাব-৭ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে যে সীতাকুণ্ড মডেল থানার মামলার প্রধান পলাতক আসামি অপূর্ব দাস মিরসরাই উপজেলার বামনসুন্দর দারগার হাট বাজার এলাকায় অবস্থান করে। এর পরিপ্রেক্ষিতে র্যাব-৭-এর একটি আভিযানিক দল সেখানে অভিযান পরিচালনা করে। অভিযানে চট্টগ্রামের পাহাড়তলী থানার দিলীপ দাসের ছেলে অপূর্ব দাসকে গ্রেফতার করা হয়।
এদিকে গ্রেফতারের পর আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সীতাকুণ্ড থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।



