দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় পরিদর্শন করেছেন রংপুর বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম, এনডিসি।
রোববার (৪ মে) সকালে পরিদর্শনের সময় তার সাথে ছিলেন দিনাজপুর জেলা প্রশাসক মো: রফিকুল ইসলাম।
পরিদর্শন শেষে উপজেলা প্রশাসনের আয়োজনে ২০২৪-২৫ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি )ও উপজেলা পরিষদ উন্নয়ন তহবিলের (ইউপিডিএফ) অর্থায়নে ক্রয়কৃত পণ্য বিভিন্ন ইউনিয়নের প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার ও বিভিন্ন স্কুলের শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সিলিং ফ্যান, দুস্থ ও অসহায় মানুষদের মাঝে সেলাই মেশিন বিতরণ করেন।
বাইসাইকেল, সিলিং ফ্যান, হুইলচেয়ার ও সেলাই মেশিন বিতরণের সময় উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: রেজাউল ইসলাম, নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মতিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শুভ্র প্রকাশ চক্রবর্তী ও জেলা বিএনপির সহ-সভাপতি আতিকুল ইসলাম রাজা, জেলা বিএনপির উপদেষ্টা মন্ডলির সদস্য নজরুল ইসলাম ফতে, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো: তরিকুল ইসলাম, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মো: রেজাউল ইসলাম, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো: ইকবাল হোসেনসহ বিভিন্ন পর্যায়ের উপজেলার কর্মকর্তা-কর্মচারী ও নবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মতিয়ার রহমান প্রমুখ।