সখীপুরে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

সন্ধ্যায় উপজেলার কালমেঘা বেলতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মুহাম্মদুল্লাহ, সখীপুর (টাঙ্গাইল)

Location :

Tangail
টাঙ্গাইলের ম্যাপ
টাঙ্গাইলের ম্যাপ |ফাইল ছবি

টাঙ্গাইলের সখীপুর উপজেলায় দু’টি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।

সোমবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার কালমেঘা বেলতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন কালিদাস পানাউল্লাহ পাড়ার মোহাম্মদ আলীর ছেলে আবির (১৫), কালিদাস বল্লা চালা গ্রামের মো: মইনদ্দিনের ছেলে লিখন (১৫) এবং ফুলঝুঁড়িপাড়া এলাকার রউফ মিয়ার ছেলে সাব্বির (২০)।

নিহত আবির ও লিখন কালিদাস কলতান বিদ্যানিকেতনের নবম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার দিকে কালমেঘা-নলুয়া সড়কের বেলতলী এলাকায় দু’টি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আবিরকে মৃত ঘোষণা করেন এবং উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে লিখনের মৃত্যু হয়। এ ঘটনার প্রায় আধা ঘণ্টা পর ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাব্বিরের মৃত্যু হয়।

সখীপুর থানার সেকেন্ড অফিসার মোশারফ হোসেন চৌধুরী জানান, থানায় দু’টি লাশ আছে এবং আরেকটি লাশ আনা হচ্ছে। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।