হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলা বিএনপির সভাপতি মো: মুজিবুল হোসেন মারুফ ও সাধারণ সম্পাদক নকিব ফজলে রকিব মাখনের ওপর আরোপিত স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে।
দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক পত্রে একথা জানানো হয়।
দলীয় সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নয় হত্যা মামলায় আওয়ামী লীগ ও যুবলীগ নেতাদের রক্ষা করতে উৎকোচ গ্রহণ ও শৃঙ্খলাভঙের অভিযোগে গত ৭ জানুয়ারি সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জি কে গউছ স্বাক্ষরিত এক পত্রে তাদের পদ সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল। পরে অভিযোগ যাচাই-বাছাই শেষে কেন্দ্রীয় নেতৃত্বের সিদ্ধান্তে স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) কেন্দ্রীয় দফতর থেকে এ সংক্রান্ত চিঠি জেলা বিএনপি অফিসে প্রেরণ করা হয়। পত্রে বলা হয়, দলীয় ঐক্য ও সাংগঠনিক কার্যক্রমকে আরো শক্তিশালী করার লক্ষ্যে স্থগিতাদেশ প্রত্যাহার করে তাদের পূর্বের দায়িত্বে বহাল করা হলো।
উপজেলা বিএনপির সভাপতি মো: মুজিবুল হোসেন মারুফ বলেন, ‘আমরা সবসময় দলীয় আদর্শে অবিচল থেকেছি। কেন্দ্রীয় সিদ্ধান্তের প্রতি আমরা কৃতজ্ঞ। আগামী দিনে দলের স্বার্থে আমরা আরো ঐক্যবদ্ধভাবে কাজ করব।’
সাধারণ সম্পাদক নকিব ফজলে রকিব মাখন বলেন, ‘বিএনপি একটি বড় পরিবার। এখানে মতভেদ থাকতে পারে, কিন্তু লক্ষ্য এক গণতন্ত্র পুনরুদ্ধার। স্থগিতাদেশ প্রত্যাহারের মাধ্যমে আমাদের ওপর দলের আস্থা পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে।’ সবাইকে সহনশীল ও ধৈয্য ধারনের অনুরোধ জানান তিনি।



