ঘুষ নেয়ার অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, এএসআইসহ চার পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।
সোমবার (১৪ জুলাই) তাদের খাঁটিহাত হাইওয়ে থানা থেকে প্রত্যাহার করে হাইওয়ে পুলিশের কুমিল্লা অঞ্চলের পুলিশ সুপারের কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।
হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৩ জুলাই সিলেট থেকে ঢাকাগামী পণ্যবাহী একটি কাভার্ড ভ্যান ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের খাঁটিহাতা এলাকায় আটক করেন হাইওয়ে পুলিশের এএসআই পিপলু বড়ুয়ার নেতৃত্বে পাঁচ পুলিশ সদস্য। পরে তারা অবৈধ পণ্য পরিবহনের অভিযোগ তুলে ওই কাভার্ড ভ্যান থেকে ৯০ হাজার টাকা হাতিয়ে নেন। এ নিয়ে বেসরকারি একটি টেলিভিশনে সংবাদ প্রচার করা হয়।
এরপর গত সোমবার ওই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন রহমান, এএসআই পিপলু বড়ুয়া, পুলিশ কন্সটেবল মো: মসতু মিয়া, সাকিবুল হাসান, মোহাম্মদ সাহাব উদ্দিন, মোহাম্মদ জহিরুল ইসলামকে তাৎক্ষণিক প্রত্যাহার করা হয়।
গত সোমবার সদর দফতরের অতিরিক্ত ডিআইজি মোদাচ্ছের, কুমিল্লা রিজিওয়নের অতিরিক্ত পুলিশ সুপার কৃত্তিমান চাকমা তদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া খাঁটিহাতা এলাকা পরিদর্শন করেছেন।
সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকা এসআই মো: সজীব মিয়া বলেন, ‘একটা অভিযোগের ভিত্তিতে ছয়জনকে একসাথে প্রত্যাহার করা হয়েছে। সোমবার থেকে আমি দায়িত্ব পালন করছি।’
হাইওয়ে পুলিশের কুমিল্লা অঞ্চলের পুলিশ সুপার (এসপি) খাইরুল আলম বলেন, ‘একটি অভিযোগের ভিত্তিতে ওসিসহ ছয়জনকে সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানা থেকে প্রত্যাহার করে হাইওয়ে পুলিশের কুমিল্লা কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। তদন্ত প্রতিবেদনে অপরাধের মাত্রা অনুসারে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’