আলোকচিত্রী আহমেদ রাসেলের এবিপিএস ডিস্টিংশন অর্জন

বাংলাদেশ ফটোগ্রাফিক সোসাইটির (বিপিএস) দ্বিতীয় সর্বোচ্চ ডিস্টিংশন অ্যাসোসিয়েটশিপ অব বাংলাদেশ ফটোগ্রাফিক সোসাইটি (এবিপিএস) অর্জন করেছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলোকচিত্রী আহমেদ রাসেল।

মো: নূরুল কবির, আনোয়ারা (চট্টগ্রাম)

Location :

Anwara
আলোকচিত্রী আহমেদ রাসেল
আলোকচিত্রী আহমেদ রাসেল |নয়া দিগন্ত

বাংলাদেশ ফটোগ্রাফিক সোসাইটির (বিপিএস) দ্বিতীয় সর্বোচ্চ ডিস্টিংশন অ্যাসোসিয়েটশিপ অব বাংলাদেশ ফটোগ্রাফিক সোসাইটি (এবিপিএস) অর্জন করেছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলোকচিত্রী আহমেদ রাসেল। তিনি চিত্রচিন্তা ফটোগ্রাফার্স সার্কেল ও চিত্রচিন্তা জার্নালের প্রতিষ্ঠাতা সম্পাদক।

সম্প্রতি বিপিএস-এর ডিস্টিংশন কোয়ালিফিকেশন বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী তাকে এই মর্যাদাপূর্ণ ডিস্টিংশন প্রদান করা হয়।

ডিস্টিংশন অর্জনের জন্য নির্ধারিত মানদণ্ড পূরণে আহমেদ রাসেল ২০টি আন্তর্জাতিক মানসম্পন্ন আলোকচিত্র উপস্থাপন করেন। পাশাপাশি বিপিএস ও ফেডারেশন অব ইন্টারন্যাশনাল ফটোগ্রাফিক আর্ট (এফআইএপি) অনুমোদিত বিভিন্ন আন্তর্জাতিক প্রদর্শনীতে তার মোট ৩৯৪টি আলোকচিত্র এক্সেপটেড হয়।

উল্লেখ্য, আহমেদ রাসেল ২০২১ সালে লুক্সেমবার্গভিত্তিক ফেডারেশন অব ইন্টারন্যাশনাল ফটোগ্রাফিক আর্ট (এফআইএপি) থেকে এএফআইএপি (আর্টিস্ট এফআইএপি) ডিস্টিংশন অর্জন করেন। পরবর্তীতে তিনি ধারাবাহিকভাবে ২০২২ সালে ইএফআইএপি (এক্সিলেন্স এফআইএপি), ২০২৪ সালে ইএফআইএপি/বি (এক্সিলেন্স এফআইএপি ব্রোঞ্জ) এবং চলতি বছরে ইএফআইএপি/এস (এক্সিলেন্স এফআইএপি সিলভার) ডিস্টিংশন লাভ করেন।

এছাড়াও রোমানিয়া ও ভারতের বিভিন্ন আলোকচিত্র সংগঠন ও ক্লাব থেকে তিনি একাধিক আন্তর্জাতিক ডিস্টিংশন অর্জন করেছেন। আন্তর্জাতিক অঙ্গনে তার প্রাপ্ত পুরস্কারের সংখ্যা ইতোমধ্যে ২০০ ছাড়িয়েছে।