গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি ভিপি নুরুল হক নুর বলেছেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচন পিআর পদ্ধতিতে করার দাবি জানিয়েছি কারণ এ পদ্ধতিতে নির্বাচন হলে সংসদে সকল দলের অংশীদারিত্ব সৃষ্টি হবে। অতীত সরকারের মতো কেউ স্বৈরাচারী হয়ে ওঠতে সাহস পাবে না। আগমী সংসদ নির্বাচনে পূর্বে স্থানীয় সরকারের নির্বাচনে করার দাবি জানিয়েছি।’
শুক্রবার (১১জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চকরিয়া স্টেশনের জনতা টাওয়ার চত্বরে এক পথসভায় তিনি এ কথা বলেন।
চকরিয়ার আহ্বায়ক হেলান উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত পথ সভায় কেন্দ্রীয় নেতা ও উপজেলা নেতারা বক্তব্য রাখেন ।
এ সময় নুরকে এক নজর দেখার জন্য চকরিয়ার জনতা টাওয়ার চত্ত্বরে দুপুর থেকে নেতাকর্মী ও সাধারণ জনগণ ছুটে আসেন।
পথে সভায় ঢাকসু’র সাবেক এই ভিপি বলেন, ‘২৪ এর গণঅভ্যুত্থানের সময় চকরিয়ার শহীদদের স্মরণ করে বলেন, ‘তাদের রক্তের বিনিময়ে আজ আমরা নতুন স্বাধীনতা পেয়েছি, স্বৈরাচারী সরকার পালাতে বাধ্য হয়েছে। তাই সংস্কার কার্যক্রম সম্পন্ন না করে কোনো নির্বাচন চাই না গণঅধিকার পরিষদ।’