চট্টগ্রামের বোয়ালখালীতে নিজ বাড়ির কবরস্থান থেকে জুলাই আন্দোলনে শহীদ ইঞ্জিনিয়ার মো: ওমর নুরুল আবছারের (২২) লাশ ১১ মাস পর সুরতহাল এবং ময়নাতদন্তের জন্য কবর থেকে উত্তোলন করা হয়েছে।
বুধবার (২৫ জুন) সকাল ১০টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বোয়ালখালী সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমার উপস্থিতিতে কবর থেকে তার লাশ উত্তোলন করা হয়।
বোয়ালখালী থানসার পুলিশ পরিদর্শক গোলাম সরওয়ার জানান, সুরতহাল ও ময়নাতদন্ত শেষে রাত সাড়ে ৭টার দিকে পুনরায় শহীদ ওমরের লাশ দাফন করা হয়েছে।
লাশ উত্তোলনের সময় মামলার তদন্তকারী কর্মকর্তা ঢাকার উত্তরা পশ্চিম থানার উপ-পরিদর্শক ও বোয়ালখালী থানা পুলিশ সহযোগিতা করেন। এ সময় শহীদ ওমরের মা ও পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
জানা গেছে, শহীদ ওমর নুরুল আবছার গত জুলাই ছাত্র-জনতার আন্দোলন চলাকালে গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করেন। পরবর্তীতে নিহতের পরিবার ৫ আগস্ট তার লাশ চট্টগ্রামের বোয়ালখালী নিজ বাড়ির পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছিল।
পরবর্তীতে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, ঢাকা (২৯ জানুয়ারি) এক আদেশপত্রে উত্তরা পশ্চিম থানা, ঢাকার মামলায় ওমর নুরুল আবছারের লাশ সুরতহাল ও ময়নাতদন্ত প্রতিবেদন তৈরির জন্য কবর থেকে উত্তোলনের আদেশ দেন।
আদালতের নির্দেশে ১৬ জুন চট্টগ্রাম জেলা ম্যাজিস্ট্রেট কার্যালয়ের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক স্বাক্ষরিত আদেশে বোয়ালখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কানিজ ফাতিমাকে নিয়োগ প্রদান করা হয়। পরে বুধবার কবরস্থান থেকে শহীদ ওমরের লাশ উত্তোলন করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয় এবং ময়নাতদন্ত শেষে রাত সাড়ে ৭টার দিকে পুনরায় লাশ দাপন করা হয়।