‘স্বাস্থ্য সেবার আমূল পরিবর্তন করা হবে’

শুক্রবার প্রায় ৯০০ রোগীকে চিকিৎসা সেবা দেয়া হয়েছে। তাদের মধ্যে ৫৮ জন চক্ষু রোগীকে চশমা, ১২ জন রোগীকে চিকিৎসার জন্য পাঁচ হাজার থেকে ৪০ হাজার টাকা পর্যন্ত অর্থ সহায়তা দেয়া হয়েছে।

মো: আজিজুল হক, গাজীপুর মহানগর

Location :

Kapasia
ফ্রি মেডিক্যাল ক্যাম্প
ফ্রি মেডিক্যাল ক্যাম্প |নয়া দিগন্ত

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর মহানগরের কর্ম পরিষদ সদস্য ও মেট্রো সদর থানা আমির সালাহউদ্দিন আইউবী বলেছেন, ‘কাপাসিয়ায় স্বাস্থ্য সেবার আমূল পরিবর্তন করা হবে, ইনশাআল্লাহ।’

শুক্রবার (৩০ মে) কাপাসিয়া উপজেলা শাখার উদ্যোগে উপজেলার রাউৎকোনা কামিল মাদরাসা মাঠে দেশী-বিদেশী ১৫জন বিশেষজ্ঞ চিকিৎসকের সমন্বয়ে ফ্রি মেডিক্যাল ক্যাম্পে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

এ সময় ফ্রি মেডিক্যাল ক্যাম্পে শুক্রবার প্রায় ৯০০ রোগীকে চিকিৎসা সেবা দেয়া হয়েছে। তাদের মধ্যে ৫৮ জন চক্ষু রোগীকে চশমা দেয়া হয়েছে। ১২ জন রোগীকে চিকিৎসার জন্য পাঁচ হাজার থেকে ৪০ হাজার টাকা পর্যন্ত অর্থ সহায়তা দেয়া হয়েছে।

এছাড়া ১১ জনকে যাকাত ফান্ড থেকে স্বাবলম্বীকরণ প্রকল্পের আওতায় আর্থিক সহযোগিতা করা হয়েছে। সকল রোগীকে চিকিৎসাপত্র অনুযায়ী ফ্রি ওষুধ সরবরাহ করা হয়েছে।

ফ্রি মেডিক্যাল ক্যাম্পের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কাপাসিয়া উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা তোফাজ্জল হোসেন ও ইউনিয়ন আমিরসহ বিভিন্ন পার্যায়ের নেতাকর্মীরা।