মধুপুরে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল আরোহী ২জন নিহত

টাঙ্গাইলের মধুপুরে রোববার (২৩ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল আরোহী দুইজন নিহত হয়েছেন।

মধুপুর (টাঙ্গাইল) সংবাদদাতা

Location :

Madhupur
মধুপুর থানা, টাঙ্গাইল
মধুপুর থানা, টাঙ্গাইল |নয়া দিগন্ত

টাঙ্গাইলের মধুপুরে নিয়ন্ত্রণ হারিয়ে রাকিব (২৬) ও ইয়াছিন (২৬) নামের দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

রোববার (২৩ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের পাহাড়ি বনাঞ্চলের ঝলই নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন বরিশালের চরফ্যাশন উপজেলার রাকিব ও টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার দেউলাবাড়ী ইউনিয়নের পাকুটিয়া পশ্চিম পাড়া গ্রামের মোখলেছুর রহমানের ছেলে ইয়াছিন (২৬)।

জানা যায়, তারা দু’জন মোটরসাইকেলে রসুলপুর বন এলাকা থেকে ঘাটাইলের উদ্দেশে যাচ্ছিলেন। এ সময় মোটরসাইকেলের গতি বেশি থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের পিলারের সাথে ধাক্কা লাগে। এতে ওই দুই আরোহী রাস্তায় ছিটকে পড়েন এবং ঘটনাস্থলেই তারা নিহত হন।

মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল কবির বলেন, ‘পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।’