লালমনিরহাটে জেলায় কর্মরত সাংবাদিকদের নিয়ে প্রেস ক্লাবের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে দিনকাল পত্রিকার স্টাফ রিপোর্টার এস এম গোলাম মোস্তফাকে আহ্বায়ক ও আমার দেশ পত্রিকার লালমনিরহাট জেলা প্রতিনিধি হাসান উল আজিজকে সদস্য সচিব করা হয়।
শুক্রবার (২২ আগস্ট) সন্ধ্যায় জেলা শহরের গল্পকথা রেস্টুরেন্টে এক সভার মাধ্যমে এ আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
৯ সদস্য বিশিষ্ট কমিটির অন্যরা হলেন- যুগ্ম আহ্বায়ক দৈনিক সংগ্রামের লালমনিরহাট জেলা প্রতিনিধি লাভলু শেখ, যুগ্ম সদস্য সচিব মাইটিভির লালমনিরহাট জেলা প্রতিনিধি মাহফুজ সাজু, সদস্য- একুশে টিভির জেলা প্রতিনিধি গোকুল রায়, দৈনিক করতোয়া পত্রিকার জেলা প্রতিনিধি বেলাল হোসেন, ইনকিলাব পত্রিকার জেলা প্রতিনিধি আইয়ুব আলী বসুনিয়া, দৈনিক জনতা পত্রিকার জেলা প্রতিনিধি আশরাফুল আলম দৌলত ও লালমনির কণ্ঠের নির্বাহী সম্পাদক জি এস বাবু।
সিনিয়র সাংবাদিক এস এম গোলাম মোস্তফার সভাপতিত্বে সভায় জেলায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।