বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা চেষ্টা মামলায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন রংপুর মহানগর স্বেচ্ছাসেবক লীগের স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক ডা: মাহমুদুল হাসান শিশিরকে (৩২) গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (১১ নভেম্বর) ভোররাতে রংপুর নগরীর কামাল কাছনার গুঞ্জন মোড়ের ভাড়া বাসা থেকে তাকে গ্রেফতার করে মহানগর কোতয়ালী থানা পুলিশ।
কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতোয়ার রহমান বলেন, ডা: শিশির বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ শহিদুল ইসলাম সাগর হত্যা চেষ্টা মামলার (মামলা নম্বর-১৯, তাং-১৮/০৫/২০২৫) তদন্তপ্রাপ্ত আসামি। তিনি স্বাধীনতা চিকিৎসক পরিষদের রংপুর জেলার দফতর সম্পাদক এবং কার্যক্রম নিষিদ্ধ মহানগর স্বেচ্ছাসেবক লীগের স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক।
তিনি আরো বলেন, তার বিরুদ্ধে আন্দোলনের সময় মিছিলে হামলা, গুলিবর্ষণসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। তিনি কুড়িগ্রামের ফুলবাড়ির অনন্তপুর গ্রামের নিজামুদ্দিনের ছেলে। নগরীর কামাল কাছনায় ভাড়া বাসায় থাকতেন তিনি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। দুপুরে তাকে আদালতে তোলা হয়।
রংপুর মহানগর পুলিশ কমিশনার মো: মজিদ আলী বলেন, ডা: শিশির ৫ আগস্টের পর গা ঢাকা দিয়েছিলেন। সম্প্রতি রংপুরে এসে বিভিন্নভাবে সন্ত্রাসীদের সংঘবদ্ধ করার চেষ্টা করছেন। বিশেষ করে শেখ হাসিনার রায়ের দিন নাশকতা করতে বিভিন্ন ধরনের তৎপরতা করছিলেন। গোয়েন্দা তথ্যের আলোকে তাকে গ্রেফতার করা হয়েছে। যারাই রাষ্ট্রের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র কিংবা দেশের পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করবে তাদেরকেই আইনের আওতায় আনা হবে। কাউকেই ছাড় দেয়া হবে না।



