মান্দায় ২ ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

পাথরবাহী একটি ট্রাক ঘটনাস্থলে এসে নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা বালুবাহী ট্রাকটিকে সজোরে ধাক্কা দেয়। এতে বালুবাহী ট্রাক পাকা সড়ক থেকে নিচে খাদে পড়ে যায়।

Location :

Naogaon
সংগৃহীত

হারুন আল রশীদ, মান্দা (নওগাঁ)

নওগাঁর মান্দায় বালুবাহী ও পাথরবাহী দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে শ্রাবন মোল্লা (২০) নামে ট্রাকের এক হেলপার নিহত হয়েছেন।

শনিবার (২৬ জুলাই) সকাল ৯টার দিকে নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের উপজেলার সাবাইহাটের চৌদ্দমাইল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শ্রাবন মোল্লা রাজশাহীর পবা উপজেলার রিপন মোল্লার ছেলে এবং তিনি ট্রাক চালকের সহকারী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মহাসড়কের চৌদ্দমাইলে সড়কের পাশে বালুবাহী একটি ট্রাক দাঁড় করিয়ে রেখে পাশের ফিলিং স্টেশনের ওয়াশ রুমে যান চালক ও সহকারী। এ সময় পাথরবাহী একটি ট্রাক ঘটনাস্থলে এসে নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা বালুবাহী ট্রাকটিকে সজোরে ধাক্কা দেয়। এতে বালুবাহী ট্রাক পাকা সড়ক থেকে নিচে খাদে পড়ে যায়। দুর্ঘটনায় পাথরবাহী ট্রাক চালকের সহকারী শ্রাবন মোল্লা ঘটনাস্থলেই নিহত হন। এ সময় আহত চালককে উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায় স্থানীয়রা।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের টিম দুর্ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেছে। ট্রাক দুটি থানা হেফাজতে নেয়া হয়েছে। এ ব্যাপারে মামলা নথিভুক্ত করা হয়েছে।