পীরগাছায় কালোবাজারিতে বিক্রি হওয়া সার আটক

‘পটাশ ২০ বস্তা, ইউরিয়া ১০ বস্তা ও ডিএপি সার ৪২ বস্তা জব্দ করা হয়েছে।’

মো: মফিদুল ইসলাম সরকার
পীরগাছায় কালোবাজারিতে বিক্রি হওয়া তিন ভ্যান সার আটক
পীরগাছায় কালোবাজারিতে বিক্রি হওয়া তিন ভ্যান সার আটক |নয়া দিগন্ত

রংপুরের পীরগাছা উপজেলার কৈকুড়ী ইউনিয়নের চৌধুরানী বাজারে কালোবাজারে বিক্রি হওয়া সার বহন করা পাঁচটি ভ্যানের মধ্যে তিনটি ভ্যান আটক করেছে চৌধুরানী বাজারের পাহারাদাররা।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকালে সারসহ ওই তিনটি ভ্যান আটক করা হয়।

এ ব্যাপারে রংপুর জেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সিরাজুল ইসলাম বলেন, ‘জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এনামুল আহসান স্যার বিষয়টি আমাকে বলার সাথে সাথে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তাকে ঘটনাস্থলে পাঠিয়ে দেই। একই সাথে সারগুলো জব্দ করা হয়েছে। এর সাথে সংশ্লিষ্ট সার ডিলারের লাইসেন্স বাতিল করা হবে।’

এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, ‘পটাশ ২০ বস্তা, ইউরিয়া ১০ বস্তা ও ডিএপি সার ৪২ বস্তা জব্দ করা হয়েছে।’

উপজেলা নিবাহী কর্মকর্তা (ইউএনও) দেবাশীষ বসাক বলেন, ‘আমার সাথে ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন। আমরা ঘটনা স্থলে যাব।’

সার বহন করা ভ্যান চালকরা বলেন, মোট পাঁচটি ভ্যানে করে সার বহন করা হচ্ছে। এর মধ্যে দু’টি ভ্যান আগে চলে গেলে আমরা পিছনে ছিলাম। সারগুলো মিঠাপুকুর থেকে নিয়ে আসা হয়েছে।

তবে স্থানীয় একটি সূত্রে জানা গেছে, ওই সারগুলো স্থানীয় তিনজন সারের ডিলারের।

Topics