মেলান্দহে পানিতে ডুবে শিশুর মৃত্যু

বুধবার সকালে উপজেলার চরবানীপাকুরিয়া ইউনিয়নের শিহিটা বড়বাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

জামালপুর প্রতিনিধি

Location :

Jamalpur
মেলান্দহে পানিতে ডুবে শিশুর মৃত্যু
মেলান্দহে পানিতে ডুবে শিশুর মৃত্যু |প্রতীকী ছবি

জামালপুরের মেলান্দহে পানিতে ডুবে সাফওয়ান (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (২১মে) বুধবার সকালে উপজেলার চরবানীপাকুরিয়া ইউনিয়নের শিহিটা বড়বাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

সাফওয়ান ওই গ্রামের স্কুল শিক্ষক সবুজ মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে সাফওয়ান বাড়ির অন্য শিশুদের সাথে বাড়ির আঙ্গিনায় খেলাধুলা করছিল। কিছুক্ষণ পর তাকে দেখতে না পেয়ে বাড়ির আশপাশে খোঁজাখুজি শুরু করে স্বজনরা। পরে বাড়ির পাশের ডোবা থেকে তাকে উদ্ধার করা হয়। মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথেই তার মৃত্যু হয়।

চরবানীপাকুরিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোছা: সাফিয়া আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন।

এ ঘটনায় মেলান্দহ থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।