বদলগাছী (নওগাঁ) সংবাদদাতা
মহান বিজয় দিবস উপলক্ষে নওগাঁর বদলগাছী উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে আলোচনা সভা ও বিজয় র্যালি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে বদলগাছী বাসস্ট্যান্ড থেকে একটি বিজয় র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে চৌরাস্তার মোড়ে এসে শেষ হয়। পরে সেখানে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামী বদলগাছী উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন নওগাঁ জেলা জামায়াতে ইসলামীর বায়তুলমাল সেক্রেটারি অধ্যাপক রফিকুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি নাসিরুদ্দিন পাটোয়ারী।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শূরা সদস্য, ঢাকা মহানগর উত্তর শাখার সহকারী সেক্রেটারি এবং নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা মো. মাহফুজুর রহমান।
বক্তারা বলেন, স্বাধীনতার ৫৪ বছর পেরিয়ে গেলেও দেশের জনগণ এখনো প্রকৃত স্বাধীনতার সুফল থেকে বঞ্চিত। বিগত ফ্যাসিবাদী সরকার জনগণকে স্বাধীনতার প্রকৃত সুবিধা দিতে ব্যর্থ হয়েছে। এখনো দেশ বৈষম্য ও চাঁদাবাজিমুক্ত হয়নি।
তারা বলেন, এ উপমহাদেশ একসময় ব্রিটিশ শাসনের ফ্যাসিবাদ থেকে মুক্তি পেয়েছে, ১৯৭১ সালে পাকিস্তানের বৈষম্য ও নির্যাতনের বিরুদ্ধে স্বাধীনতা অর্জন করেছে এবং সাম্প্রতিক সময়ে ফ্যাসিবাদী শাসন থেকে মুক্তির জন্য জনগণ আন্দোলন সংগ্রাম করেছে। তবে এখনো কেউ কেউ নতুন করে ফ্যাসিবাদ কায়েমের স্বপ্ন দেখছে। এ বিষয়ে হুঁশিয়ারি উচ্চারণ করে বক্তারা বলেন, নতুন প্রজন্ম আর কোনো ফ্যাসিবাদ মেনে নেবে না।
বক্তারা দুর্নীতি ও চাঁদাবাজিমুক্ত রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি জানান। একই সঙ্গে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে নিহত শহীদদের আত্মার মাগফিরাত কামনা এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করা হয়।
এছাড়া আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানানো হয়।



