রাজবাড়ীতে মাহেন্দ্রা-অটো সংঘর্ষে একজন নিহত, আহত ৩

বালিয়াকান্দি পশ্চিমপাড়া গ্রামের রেজাউল ইসলামের বাড়ির সামনে পৌঁছালে মাহেন্দ্রা ও অটোরিকশার সংঘর্ষ হয়। এতে অটোরিকশায় থাকা চারজন রাস্তার পাশে ছিটকে পড়েন। স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে বালিয়াকান্দি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক লুৎফর রহমানকে মৃত ঘোষণা করেন।

রাজবাড়ী প্রতিনিধি

Location :

Rajbari
রাজবাড়ীতে মাহেন্দ্রা-অটোরিকশা সংঘর্ষে একজন নিহত ও তিনজন আহত হয়েছেন
রাজবাড়ীতে মাহেন্দ্রা-অটোরিকশা সংঘর্ষে একজন নিহত ও তিনজন আহত হয়েছেন |প্রতীকী ছবি

রাজবাড়ীর বালিয়াকান্দিতে মাহেন্দ্রা ও ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে লুৎফর রহমান মন্ডল (৬৫) নামে একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল পৌনে ৮টার দিকে বালিয়াকান্দি-নারুয়া সড়কের বালিয়াকান্দি পশ্চিমপাড়া গ্রামের রেজাউল ইসলামলের বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত লুৎফর রহমান বালিয়াকান্দি সদর ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের আব্দুল গনি মন্ডলের ছেলে।

আহত তিনজন হলেন— অটোরিকশা চালক নাদেশ শেখ (৬৫), অটোরিকশার যাত্রী রুহুল আমিন সরদার (৬০), আব্দুস সালাম শেখ (৫৫)। তাদেরকে বালিয়াকান্দি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নারুয়া থেকে ফিরে আসা অজ্ঞাত মাহেন্দ্রা ও নিশ্চন্তপুর থেকে পেঁয়াজের চারাসহ চারজন অটোরিকশাযোগে বালিয়াকান্দি বাজারে আসছিল। বালিয়াকান্দি পশ্চিমপাড়া গ্রামের রেজাউল ইসলামের বাড়ির সামনে পৌঁছালে মাহেন্দ্রা ও অটোরিকশার সংঘর্ষ হয়। এতে অটোরিকশায় থাকা চারজন রাস্তার পাশে ছিটকে পড়েন। স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে বালিয়াকান্দি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক লুৎফর রহমানকে মৃত ঘোষণা করেন।

বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আব্দুর রব তালুকদার বলেন, ‘সড়ক দুর্ঘটনায় মৃত্যুর খবর পেয়ে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে।’