কেন্দ্রীয় নেতাদের বিরুদ্ধে বক্তব্য দেয়ায় টাঙ্গাইল জিয়া পরিষদ সভাপতিকে অব্যাহতি

বিষয়টি সংগঠনের শীর্ষ পর্যায়ের নজরে আসে এবং এতে সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। এ কারণে তাকে টাঙ্গাইল জেলা শাখার সভাপতির পদসহ সংগঠনের সব পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

মালেক আদনান, টাঙ্গাইল

Location :

Tangail
অব্যাহতি পাওয়া আব্দুল আউয়াল
অব্যাহতি পাওয়া আব্দুল আউয়াল |নয়া দিগন্ত

প্রকাশ্যে বিএনপির কেন্দ্রীয় নেতাদের বিরুদ্ধে বক্তব্য দেয়ায় টাঙ্গাইল জেলা জিয়া পরিষদের সভাপতি মো: আব্দুল আউয়ালকে সংগঠন থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৩১ ‍জুলাই) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ওই অব্যাহতির চিঠিটি ভাইরাল হয়।

এর আগে বুধবার এক লিখিত চিঠির মাধ্যমে এ সিদ্ধান্ত জানান জিয়া পরিষদের কেন্দ্রীয় মহাসচিব প্রফেসর ড. মো: এমতাজ হোসেন।

চিঠিতে উল্লেখ করা হয়, আব্দুল আউয়ালের একটি বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। যেখানে তিনি বিএনপির কেন্দ্রীয় নেতাদের বিরুদ্ধে মন্তব্য করেন। বিষয়টি সংগঠনের শীর্ষ পর্যায়ের নজরে আসে এবং এতে সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। এ কারণে তাকে টাঙ্গাইল জেলা শাখার সভাপতির পদসহ সংগঠনের সব পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে। সংগঠনের নিয়ম অনুযায়ী পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ১ নম্বর সহ-সভাপতি জেলার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন।

এ বিষয়ে জানতে চাইলে আব্দুল আউয়াল নয়া দিগন্তকে বলেন, ‘আমি বুধবার রাত পৌনে ১২টার দিকে আমার হোয়াটসঅ্যাপে এ অব্যাহতির চিঠিটি পাই। এখনো হার্ড কপি পাইনি। এটি আমার বিরুদ্ধে একটি রাত্রিকালীন ষড়যন্ত্র। আমি সবসময় দলকে ঐক্যবদ্ধ রেখেছি। আগামী সংসদ নির্বাচনে আমি বিএনপির মনোনয়ন প্রত্যাশী। আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি কুচক্রী মহল আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।’