সিলেট আদালতে সাংবাদিকদের উপর আ’লীগ নেতার হামলা

শুনানি চলার সময় হাতকড়া পরা অবস্থায় আলফু মিয়া পুলিশের সামনেই সাংবাদিক নয়ন সরকারের হাতে থাকা মোবাইলফোন কেড়ে নেন। একইসাথে তার ছেলে সাংবাদিকের ক্যামেরা ছিনিয়ে নিয়ে শারীরিকভাবে আঘাত করেন।

এমজেএইচ জামিল, সিলেট ব্যুরো

Location :

Sylhet
সাংবাদিকদের উপর আ’লীগ নেতার হামলা
সাংবাদিকদের উপর আ’লীগ নেতার হামলা |নয়া দিগন্ত

সিলেটের সাদাপাথর লুটপাট মামলার অন্যতম আসামি, আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ আলফু ও তার ছেলে কর্তৃক আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের উপর হামলার অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে সিলেট আদালত প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।

জানা যায়, বৃহস্পতিবার সিনিয়র চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের প্রথম আদালতে আলোচিত আলফু মিয়ার রিমান্ড শুনানি হয়। তখন খবর সংগ্রহের জন্য সাংবাদিকরা সেখানে উপস্থিত হন। শুনানি শেষে আলফুকে প্রিজন ভ্যানে তোলার সময় সাংবাদিকরা ছবি তুলতে গেলে আলফু ও তার ছেলে হামলা চালান। এতে সাংবাদিক নয়ন সরকার ও বৃত্ত আহত হন।

এদিকে শুনানি চলার সময় হাতকড়া পরা অবস্থায় আলফু মিয়া পুলিশের সামনেই সাংবাদিক নয়ন সরকারের হাতে থাকা মোবাইলফোন কেড়ে নেন। একইসাথে তার ছেলে সাংবাদিকের ক্যামেরা ছিনিয়ে নিয়ে শারীরিকভাবে আঘাত করেন। পরে নয়নের সহকর্মীরা বাধা দিতে গেলে তাদের দিকেও হামলার জন্য তেড়ে আসেন।

এ বিষয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘ঘটনার বিষয়ে আমরা অবগত হয়েছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগের সত্যতার ভিত্তিতে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।’