মহান মুক্তিযুদ্ধের সেনানায়ক, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান, প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুলের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ লে. কর্নেল (অব.) জিয়াউদ্দিন আহমেদ বীর উত্তমকে নামাজে জানাজা শেষে পূর্ণ সামরিক মর্যাদায় চট্টগ্রাম ক্যান্টনমেন্টের সামরিক কবরস্থানে দাফন করা হয়েছে।
জানাজা বৃহস্পতিবার (৭ আগস্ট) বাদ জোহর চট্টগ্রাম ওয়াসা মোড়স্থ জমিয়াতুল ফালাহ জামে মসজিদে অনুষ্ঠিত হয়। এতে শোকাহত মুসল্লির ঢল নামে।
এসময় চট্টগ্রাম জেলা প্রশাসন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, চট্টগ্রাম প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুলসহ বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে মরহুমের কফিনে পুষ্পার্ঘ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। এসময় বীর মুক্তিযোদ্ধা হিসেবে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়।
জানাজায় অংশ নেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা: শাহাদাত হোসেন, সরকারের অতিরিক্ত সচিব মিজানুর রহমান, মরহুমের ছোট ভাই ডা: ফরহাদ উদ্দিন, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও চট্টগ্রাম মহানগরী সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও চট্টগ্রাম মহানগরীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ ও ফয়সাল মুহাম্মদ ইউনুস, নগর সাংগঠনিক সম্পাদক, সাবেক ওয়ার্ড কাউন্সিলর অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, চট্টগ্রাম-৯ আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ডা: এ কে এম ফজলুল হক, কর্মপরিষদ সদস্য ডা: মুহাম্মদ ছিদ্দিকুর রহমান, ফখরে জাহান সিরাজী সবুজ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রশিবির সভাপতি মোহাম্মদ আলী, জামায়াত নেতা কামরুল হুদা, তাওহিদ আজাদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের প্রচার সম্পাদক ইসহাক ভূঁইয়া প্রমুখ।
সরকারের অতিরিক্ত সচিব মিজানুর রহমান তার বক্তব্যে উপস্থিত জনতার উদ্দেশে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ফাওজুল কবির খানের সালাম পৌঁছে দেন এবং কর্নেল জিয়া উদ্দিনের জানাজায় অংশ নিতে না পারায় দুঃখ প্রকাশ করেন। একই সাথে এই মহান সেনা অফিসারের আত্মার মাগফিরাতের জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করেন এবং শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
এর আগে বৃহস্পতিবার সকাল ৯টায় মরহুমের লাশ প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুল প্রাঙ্গণে সবার শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হয়। সেখানে স্কুলের সাবেক ও বর্তমান ছাত্রছাত্রীরা মরহুমের কফিনে শ্রদ্ধা নিবেদন করে।