চট্টগ্রামের লোহাগাড়ায় সিএনজির ধাক্কায় ও ট্রাকের চাপায় পড়ে মোটরসাইকেল আরোহী একই পরিবারের দুই ভাই ও তাদের মামা নিহত হয়েছেন।
শুক্রবার (২৫ জুলাই) আনুমানিক ৬টার দিকে উপজেলার পদুয়া ইউনিয়নের সিকদার দিঘির পূর্বপাড় চিপবাড়ী সড়কের মাথায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—সাতকানিয়ার বারদোনা গ্রামের বাহাদিরপাড়া এলাকার ছিদ্দিক আহমদের ছেলে মো: হুমায়ুন (৩৭) ও মো: মামুন (৩২) এবং তাদের মামা করাইয়ানগর আকবরপাড়া গ্রামের আবদুল সাত্তারের ছেলে মনির হোসেন (৪৫)। মনির হোসেন তিন সন্তানের বাবা।
সিসিটিভি ভিডিওতে দেখা যায়, তিনজন একটি মোটরসাইকেলে করে চট্টগ্রামমুখী ছিলেন। সংযোগ সড়ক থেকে একটি সিএনজি মহাসড়কে উঠে মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে সেখানে থাকা তিনজন আরোহী কক্সবাজারমুখী ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। পরে হাসপাতালে নেয়ার পর আরেকজনের মৃত্যু হয়।
দুর্ঘটনার পর মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে ছুটে আসেন জামায়াতের কেন্দ্রীয় নেতা ও সাবেক এমপি শাহজাহান চৌধুরী।
তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন এবং মর্মান্তিক দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেন। নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
লোহাগাড়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আজাদুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করি এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করতে সহায়তা করি।’
দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুব বলেন, ‘পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লাশগুলো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’