কাঁঠালিয়ায় মহান বিজয় দিবস উদযাপিত

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় মহান বিজয় দিবস উদযাপিত হয়, যেখানে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, জাতীয় পতাকা উত্তোলন ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, মেলা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও ক্রীড়া অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কাঁঠালিয়া (ঝালকাঠি) সংবাদদাতা

Location :

Kathalia
কাঁঠালিয়ায় মহান বিজয় দিবস উদযাপিত
কাঁঠালিয়ায় মহান বিজয় দিবস উদযাপিত |নয়া দিগন্ত

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সাথে সাথে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

শহীদ মিনার-সংলগ্ন স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে স্বাধীনতার অমর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসন, বাংলাদেশ পুলিশ, মুক্তিযোদ্ধা সংসদ, ফায়ার সার্ভিস, আনসার ও ভিডিপি এবং কাঁঠালিয়া বিদ্যুৎ সরবরাহ কর্তৃপক্ষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মকবুল হোসেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: নাছের রায়হান, বীর মুক্তিযোদ্ধা মো: ফজলুল হক মৃধাসহ বিভিন্ন দফতরের সরকারি কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক ও শিক্ষক-শিক্ষার্থীরা।

সকাল ৮টায় উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও সালাম গ্রহণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ওসি।

এছাড়া মহান বিজয় দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, বিজয় মেলা, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও ক্রীড়া অনুষ্ঠানসহ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করে উপজেলা প্রশাসন।