রংপুরের সিনিয়র সাংবাদিক লিয়াকত আলী বাদলকে অপহরণ করে সিটি করপোরেশনে নিয়ে নির্যাতন, প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে ক্ষমা চাইতে বাধ্য করার চেষ্টা, মব তৈরি করে সাংবাদিকদের মারধর এবং হেনস্থার মামলার আসামিদের গ্রেফতারের দাবিতে মহানগর পুলিশ কমিশনার কার্যালয় ঘেরাও কর্মসূচি পালন করে গণমাধ্যমকর্মীরা। সেখান থেকে অপহরণ ও হামলাকারীদের তিনদিনের মধ্যে গ্রেফতারের আল্টিমেটাম দেন তারা।
বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে সম্মিলিত সাংবাদিক সমাজের ব্যানারে এই কর্মসূচি পালন করে তারা। এতে রংপুর সাংবাদি ইউনিয়ন- আরপিইউজে, প্রেসক্লাব, সিটি প্রেসক্লাব, রিপোর্টার্স ক্লাব, রিপোর্টার্স ইউনিটি, বাংলাদেশ ফটো জার্নালিষ্ট অ্যাসোসিয়েশন, টেলিভিশন ক্যামেরা জার্নালিষ্ট অ্যাসোসিয়েশন, অনলাইন জার্নালিষ্ট অ্যাসোসিয়েশনসহ দুই শতাধিক গণমাধ্যমকর্মী অংশ নেন।
রংপুর সাংবাদিক ইউনিয়ন-আরপিইউজে সভাপতি সালেকুজ্জামান সালেকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সরকার মাজহারুল মান্নানের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন ভুক্তভোগী রংপুর সম্মিলিত সাংবাদিক সমাজের সদস্য সচিব লিয়াকত আলী বাদল, রংপুর সিটি প্রেসক্লাবের সভাপতি দৈনিক সমকালের ব্যুরো প্রধান স্বপন চৌধুরী, রংপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহবুব রহমান হাবু, রংপুর রিপোর্টার্স ক্লাব ও সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক নিউজ২৪ টিভির ব্যুরো প্রধান রেজাউল করিম মানিক, সময় টেলিভিশনের ব্যুরো প্রধান নাজমুল আলম নিশাত, দৈনিক প্রথম খবরের নির্বাহী সম্পাদক তৌহিদুল ইসলাম বাবলা, রিপোর্টার্স ক্লাব রংপুরের সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ জীবন, রিপোর্টার্স ইউনিটির সভাপতি শরীফা বেগম শিউলি, রংপুর বৈষম্য বিরোধী সাংবাদিক আন্দোলনের সমন্বয়ক এসএম জাকির হোসাইন, বাংলাদেশ ফটো জার্নালিষ্ট অ্যাসোসিয়েশন রংপুরের সাধারণ সম্পাদক দৈনিক সকালের বানীর আসাদুজ্জামান আফজাল, টেলিভিশন ক্যামেরা জার্নালিষ্ট অ্যাসোসিয়েশন যুগ্ম-সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রকি, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক জহির রায়হান জুয়েল, এখন টেলিভিশনের ব্যুরো প্রধান মোকাররম হোসাইন প্রমুখ।
বক্তারা অভিযোগ করেন, সুনির্দিষ্ট অভিযোগ ও প্রমাণ উপস্থাপন করে মামলা দেয়া হয়েছে। মাত্র দুইজনকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভ দিয়ে শেয়ার করছে। সাংবাদিকদের বিরুদ্ধে থানায় গিয়ে মামলা করার চেষ্টা করছে। সিটি করপোরেশন মাত্র তিনজনকে আইওয়াশ বদলি করে দায় সেরেছে। এটা উদ্বেগজনক।
পরে সাংবাদিকদের ঘেরাও কর্মসূচিতে আসেন পুলিশ কমিশনার মো: মজিদ আলী। ঘেরাও কর্মসূচি থেকে তার কাছে স্মারকলিপি প্রদান করা হয়। এতে তিনদিনের আল্টিমেটাম দেয়া হয় আসামিদের গ্রেফতারে। তা করা নাহলে ধারাবাহিক আন্দোলনে যাওয়ার ঘোষণা দেয়া হয়।
এ বিষয়ে রংপুর সাংবাদিক ইউনিয়ন-আরপিইউজের সভাপতি সালেকুজ্জামান সালেক বলেন, ‘আগামী তিনদিনের মধ্যে আসামিদের গ্রেফতার করা না হলে এবং সিটি করপোরেশনের জড়িত কর্মকর্তা-কর্মচারীদের অপসারণ করা না হলে ধারাবাহিক আন্দোলনে যাওয়া হবে।’
এসময় নিজ দফতর থেকে সাংবাদিকদের ঘেরাওস্থলে আসেন পুলিশ কমিশনার মো: মজিদ আলী। তিনি স্মারকলিপি গ্রহন করে বলেন, ‘এরই মধ্যে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। একজন ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে। সেখানে নেপথ্যের কয়েকজনের নামও এসেছে। বাকী আসামিদের দ্রুত গ্রেফতার এবং দ্রুততম সময়ের মধ্যেই চার্জশিট দেয়া হবে।’
গত ১৭ ই সেপ্টেম্বর লিয়াকত আলী বাদল দৈনিক সংবাদে ‘রংপুরে জুলাই যোদ্ধার নামে অটোর লাইসেন্স, পাঁচ কোটি টাকার বাণিজ্যের পাঁয়তারা’ শিরোনামে একটি সংবাদ প্রকাশ করে। ওই সংবাদের জেরে তাকে অপহরণ করে নিয়ে মারধর ও তার প্রকাশিত সংবাদের জন্য ভুল স্বীকার করে ক্ষমা চাইতে বাধ্য করানোর চেষ্টা করা হয়।
এদিকে রংপুর সিটি করপোরেশনের প্রশাসক ও বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম জানিয়েছেন, ‘এই ঘটনার জেরে সিটি করপোরেশনের ট্রেড লাইসেন্স শাখার প্রধান মিজানুর রহমান মিজু, প্রধান প্রশাসনিক কর্মকর্তা জাহাঙ্গীর কবির শান্ত এবং সহকারী রাজস্ব কর্মকর্তা তম্ময়কে বদলী করা হয়েছে।