লালমনিরহাটে হার্টে ছিদ্র শিশু আনাসের পরিবারের মুখের দিকে তাকানো যায় না। এক সময় নিজের ইচ্ছামতো খেলাধুলা করতো আনাস। এখন অল্পতেই হাঁপিয়ে যায় সে, দ্রুত শ্বাস নেয় এবং ক্লান্তি অনুভব করে।
ফুটফুটে এক ছেলে সন্তানের জন্মের পর হাবিবের সংসারে খুশির বন্যা বয়ে গিয়েছিল। তবে আনাস জন্মের কয়েক মাসের মধ্যেই তার হার্টে একটি ছিদ্র ধরা পড়ায় ওই পরিবারের মুখে নেমে এসেছে দুশ্চিন্তার ছায়া। চিকিৎসকরা জানিয়েছেন, হার্টে ছিদ্র নিয়েই জম্ম নিয়েছে সে। শারীরিক এ সমস্যায় শিশুটির হার্টে দ্রুত অস্ত্রোপচার করতে হবে। এতে খরচ হবে ৪ থেকে ৫ লাখ টাকা।
লালমনিরহাট সদর উপজেলার হারাটি ইউনিয়নের বাসিন্দা দিনমজুর আল হাবিবের ছেলে আনাস।
পারিবারিক সূত্র জানায়, জন্মের কয়েক মাস পর আনাস অসুস্থ হয়ে পড়ে। ২০২৪ সালের শেষের দিকে তাকে রংপুরের একটি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর হার্টে একটি ছিদ্র ধরা পড়ে। রংপুরের চিকিৎসক তার উন্নত চিকিৎসার জন্য ঢাকার ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটে নিয়ে যাওয়ার পরামর্শ দেন।
স্থানীয় বাসিন্দারা জানায়, আল হাবিব খুবই গরিব মানুষ। ছেলের চিকিৎসা করানোর মতো সামর্থ্য তাদের নেই। আসুন আমরা সকলে মিলে শিশু আনাসের বেদনা ভাগ করে নেয়। সমাজের দানশীল ও বিত্তবান ব্যক্তিরা এগিয়ে এলে শিশুটির চিকিৎসা হবে। অন্যসব শিশুদের মতো আনাসও একদিন স্বাভাবিক সমাজে চলাফেরা করতে সক্ষম হবে।
আনাসের বাবা আল হাবিব বলেন, ‘আমার সামান্য বসতবাড়ি ছাড়া কিছুই নেই। আমি ৪০০ থেকে ৫০০ টাকা দিনমজুরিতে কাজ করি। কষ্ট করে সংসার চালাই। ছেলের অপারেশন করাতে চার-পাঁচ লাখ টাকা দরকার। এ টাকা আমার পক্ষে কোনোভাবেই জোগাড় করা সম্ভব নয়। তাই ছেলের সাহায্যে এগিয়ে আসার জন্য সমাজের হৃদয়বান ও বিত্তশালী মানুষকে অনুরোধ জানাচ্ছি।’
এ বিষয়ে লালমনিরহাট সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক ফজলুল হক বলেন, ‘চিকিৎসার জন্য অনলাইনে আবেদন করলে যাচাই-বাছাই করে চিকিৎসার জন্য আর্থিক সহায়তায় দেয়া হবে।’
আনাসকে সাহায্য পাঠাতে যোগাযোগ করতে পারেন :
বিকাশ : ০১৯২৯-৪২৩৩৫৯
নগদ : ০১৭৫৪-৫৪৪৯১৪



