জুলাই বিপ্লবের অন্যতম সৈনিক, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে আওয়ামী সন্ত্রাসী কর্তৃক নির্মমভাবে খুনের প্রতিবাদে কক্সবাজারের ঈদগাঁওয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রজনতা।
শুক্রবার (১৯ ডিসেম্বর) জুমার নামাজের শেষে ঈদগাঁও বাজারের শাপলা চত্বর থেকে উপজেলা জামায়াতে ইসলামী, সর্বদলীয় ছাত্র সমাজ ও ছাত্রজনতার পৃথক ব্যানারে শতশত বিক্ষুব্ধ জনতা মিছিল করে খুনিদের গ্রেফতার দাবিতে স্লোগান দেন।
মিছিল শেষে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন- জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ও ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা দেলোয়ার হোসাইন, জেলা শিবিরের সাবেক সেক্রেটারি লায়েক ইবনে ফাজেল, জুলাই যোদ্ধা অ্যাডভোকেট এসকে ফারুকী ও শিবির নেতা আবদুল্লাহ প্রমুখ।
এদিকে বৃহস্পতিবার রাতে শহীদ ওসমান হাদির মৃত্যুর সংবাদ প্রচার হলে গভীর রাতে কক্সবাজারের ঈদগাঁও বাসস্টেশনে মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন ছাত্রজনতা।



