লক্ষ্মীপুরের রামগতিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২০টি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। এতে কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করছেন ব্যবসায়ীরা। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস।
শুক্রবার (৭ নভেম্বর) ভোররাতে উপজেলার আলেকজান্ডার বাজারে এ অগ্নিকাণ্ড ঘটে।
ফায়ার সার্ভিস, পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ভোররাতে বাজারের ব্যবসায়ী রাসেল হোসেনের মুদি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন আশেপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। অগ্নিকাণ্ডে মুদি, গার্মেন্টস, মোবাইল, ক্রোকারিজ ও কসমেটিকস দোকানসহ অন্তত ২০টি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে যায়। এতে কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
ব্যবসায়ীরা জানান, ঋণ নিয়ে ব্যবসা করছি। মুহূর্তে সব শেষ হয়ে গেল। কীভাবে পরিবার চালাবো? ঋণের টাকাই বা কীভাবে পরিশোধ করবো তা নিয়ে দুশ্চিন্তায় আছি।
এ সময় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা সরকারি সহায়তার দাবি জানান।
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: কবির হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ভয়াবহ অগ্নিকাণ্ডে ২০টি দোকান পুড়ে গেছে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ কোটি টাকার বেশি হবে বলে ধারণা করা হচ্ছে।’
রামগতি ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার খোকন মজুমদার জানান, ‘বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। দুটি ইউনিট দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ চলছে।’
রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: সৈয়দ আমজাদ হোসেন বলেন, ‘ভয়াবহ অগ্নিকাণ্ডে বেশ কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের তালিকা তৈরি করা হচ্ছে। তাদের পুনর্বাসনে ব্যবস্থা নেয়া হবে।’



