বগুড়া অফিস
বগুড়ার কলোনি এলাকায় সদ্য প্রতিষ্ঠিত ইবনে সিনা হাসপাতাল ও ডায়াগনোস্টিক সেন্টারের উদ্যোগে গরীব ও অসহায় রোগীদের কল্যাণে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত প্রায় ২০জন কনসালটেন্টের উপস্থিতিতে এ চিকিৎসাসেবা কার্যক্রম চলে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সার্জারী বিভাগের সহযোগী অধ্যাপক ডাঃ মোঃ সলিমুল্লাহ আকন্দ।
হাসপাতালের ডেপুটি ডিরেক্টর ( মেডিকেল সার্ভিস ) ডাঃ একেএম মাসুদ পারভেজের সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালের নবজাতক ও শিশু রোগ বিভাগের সহকারী অধ্যাপক এবং ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ) বগুড়া শাখার সভাপতি ডাঃ মোঃ লিয়াকত আলী । অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন হাসপাতালের ম্যানেজার অ্যান্ড অ্যাডমিন ইনচার্জ হানিফ উদ্দিন আহমদ, জোনাল ইনচার্জ (বিজনেস ডেভেলপমেন্ট) আলী আহম্মেদ, এইচ আর ইনচার্জ মহিউদ্দিন, ডি-ল্যাব বগুড়ার করপোরেট ইনচার্জ (বিডি) তাজনুর ইসলাম প্রমুখ।
মেডিক্যাল ক্যাম্পে কনসালটেন্টরা প্রায় ৭ শতাধিক রোগীকে ফ্রি চিকিৎসা ও ব্যবস্থাপত্র প্রদান করেন। ফ্রি চিকিৎসা সেবা পেয়ে রোগীরা সন্তোষ প্রকাশ করেন এবং চিকিৎসা জগতের পথ প্রদর্শক ইবনে সিনা ট্রাস্টের উত্তরোত্তর উন্নতি কামনা করেন।



