গাজীপুরে দ্রুততম সময়ে মামলা নিষ্পত্তি বিষয়ক বিচার বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত

উপস্থিত বক্তারা বিচার বিভাগ ও বিচার সংশ্লিষ্ট সকল অংশীদারদের সাথে আলাপ-আলোচনার মাধ্যমে বিদ্যমান প্রতিবন্ধকতাগুলো দূর করে মানুষের বিচার পাওয়ার অধিকার নিশ্চিত করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।

মো: আজিজুল হক, গাজীপুর মহানগর
গাজীপুরে দ্রুততম সময়ে মামলা নিষ্পত্তি বিষয়ক বিচার বিভাগীয় সম্মেলনে আলোচকরা
গাজীপুরে দ্রুততম সময়ে মামলা নিষ্পত্তি বিষয়ক বিচার বিভাগীয় সম্মেলনে আলোচকরা |নয়া দিগন্ত

গাজীপুরে ‘বিচারাধীন দেওয়ানী ও ফৌজদারি মামলাগুলো দ্রুততম সময়ে ও স্বল্পতম ব্যয়ে নিষ্পত্তির ক্ষেত্রে বিদ্যমান প্রতিবন্ধকতাসমূহ দূরীকরণার্থে পদক্ষেপ গ্রহণ’ বিষয়ক ‘২য় ত্রৈমাসিক বিচার বিভাগীয় সম্মেলন, ২০২৫’ অনুষ্ঠিত হয়েছে।

গাজীপুর বিচার বিভাগের আয়োজনে জেলা ও দায়রা জজ আদালত ভবনের সম্মেলন কক্ষে শনিবার (১৯ জুলাই) সকাল ১০টায় এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে সভাপতিত্ব করেন গাজীপুর বিচার বিভাগের অভিভাবক বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ মমতাজ পারভীন।

উপস্থিত ছিলেন চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত জেলা ও দায়রা জজবৃন্দ, যুগ্ম জেলা ও দায়রা জজ এবং সমপর্যায়ে বিচারকসহ অন্যান্য সকল পর্যায়ের বিচার বিভাগীয় কর্মকর্তারা।

সম্মেলনে গাজীপুর জেলা প্রশাসন, মহানগর ও জেলা পুলিশ প্রশাসন, গাজীপুর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী, র‌্যাব-১ কোম্পানি কমান্ডারের প্রতিনিধি, গাজীপুর সিভিল সার্জনের প্রতিনিধি, জেলা পিবিআই পুলিশ সুপারের প্রতিনিধি, সিআইডি পুলিশ সুপারের প্রতিনিধি, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপপরিচালকের প্রতিনিধি, জেলা দুর্নীতি দমন কমিশনের প্রতিনিধি, জেলা কারাগারের জেল সুপার, গাজীপুরের সরকারি কৌঁসুলি, পাবলিক প্রসিকিউটর ও জেলা আইনজীবী সমিতির সদস্যবৃন্দসহ বিচার সংশ্লিষ্ট সকল সরকারি দফতরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সম্মেলনে বিচারিক কাজকে ত্বরান্বিত করতে এবং এর পথে বিদ্যমান প্রতিবন্ধকতাগুলো চিহ্নিত করে বিচারিক কার্যক্রমকে কিভাবে আরো গতিশীল করে জনগণের ন্যায়বিচার পাওয়ার অধিকার নিশ্চিত করা যায় সেই বিষয়ে উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়।

উপস্থিত বক্তারা বিচার বিভাগ ও বিচার সংশ্লিষ্ট সকল অংশীদারদের সাথে আলাপ-আলোচনার মাধ্যমে বিদ্যমান প্রতিবন্ধকতাগুলো দূর করে মানুষের বিচার পাওয়ার অধিকার নিশ্চিত করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।

সম্মেলনের সভাপতি সিনিয়র জেলা ও দায়রা জজ মমতাজ পারভীন আলোচ্য বিষয়ে উপস্থিত সকলের সর্বোচ্চ সহযোগিতা কামনা করেন।