হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে কিশোরগঞ্জ-১(সদর-হোসেনপুর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী মোঃ মাজহারুল ইসলাম মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
বুধবার (১৭ ডিসেম্বর ) বিকেলে কিশোরগঞ্জ জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে তিনি মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এসময় জেলা ও উপজেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ধানের শীষের পক্ষে সবাই ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে মাজহারুল ইসলাম বলেন, সংসদ সদস্য নির্বাচিত হলে আমি সবাইকে নিয়ে আধুনিক কিশোরগঞ্জ ও হোসেনপুর গঠনে সক্রিয় ভূমিকা পালন করবেন। এজন্য সবার কাছে দোয়া চাই।



