নীলফামারী-৩ আসনের (জলঢাকা-কিশোরগঞ্জ) সাবেক সংসদ সদস্য সাদ্দাম হোসেন পাভেলকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার গভীর রাতে ঢাকার লালমাটিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
সাদ্দাম হোসেন যুবলীগের কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ছিলেন। তার বিরুদ্ধে জুলাই আন্দোলনে ছাত্রদের ওপর হামলার মামলাসহ একাধিক মামলা রয়েছে। গত ৫ আগস্টের পর থেকে তিনি পলাতক ছিলেন।
জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরজু মো: সাজ্জাদ সাবেক সংসদ সদস্য সাদ্দাম হোসেন গ্রেফতার হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, গোয়েন্দা পুলিশের একটি দল ঢাকা থেকে বৃহস্পতিবার রাতে তাকে গ্রেফতার করে।
তিনি বলেন, জুলাই আন্দোলনে ছাত্রদের ওপর হামলার ঘটনায় জলঢাকা থানায় দায়ের করা মামলায় তাকে শ্যোন অ্যারেস্ট করার কার্যক্রম চলমান রয়েছে।