বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কাজী মফিজুর রহমান বলেছেন, ‘শীতকালে যেমন অতিথি পাখি আসে, তেমনি নির্বাচন এলেই কিছু অতিথি পাখির দেখা পাওয়া যায়। আন্দোলন সংগ্রামে নাই, নেতা-কর্মীদের পাশে নাই, নির্বাচন এলেই তারা নানা ফন্দিফিকির শুরু করে। তবে এবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যাচাই-বাছাই করেই প্রার্থী ঠিক করবেন। তিনিই আমাদের আশা-আকাঙ্ক্ষার প্রতীক।’
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রোববার সেনবাগ উপজেলা আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কামাল উদ্দিন বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ওবায়দুল হক চেয়ারম্যান, জাহাঙ্গীর হাছান, ভিপি ওমর, মির্জা সোলাইমান, আলাউদ্দিন, শিবলু, আনোয়ার, আদনান, সুমন প্রমুখ।
নেতা-কর্মীদের উদ্দেশে কাজী মফিজ বলেন, সেনবাগবাসীদের সাথে যারা অতীতে বিশ্বাসঘাতকতা করেছে, তাদেরকে সবাই মিলে চিরতরে উৎখাত করতে হবে।