হবিগঞ্জ-২ আসনে বিএনপির দুই প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) দুই নেতা দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

এস এম খোকন, বানিয়াচং (হবিগঞ্জ)

Location :

Habiganj
হবিগঞ্জ-২ আসনে বিএনপির ২ প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ
হবিগঞ্জ-২ আসনে বিএনপির ২ প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ |নয়া দিগন্ত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) দুই নেতা দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

সোমবার (২২ ডিসেম্বর) সকালে বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদা বেগম সাথীর কাছ থেকে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ডা: সাখাওয়াত হাসান জীবনের পক্ষে উপজেলা বিএনপি নেতাকর্মীরা আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র সংগ্রহ করেন।

অপরদিকে একই আসন থেকে আরেক প্রার্থী বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক আহমদ আলী মুকিবের পক্ষে জেলা ও উপজেলা নেতাকর্মীরা একই দিন পৃথক সময়ে অতিরিক্ত জেলা প্রশাসক ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো: আবুল হাসেমের কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন।

মনোনয়ন সংগ্রহকে কেন্দ্র করে বিএনপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।