চিরিরবন্দরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

স্টেশন মাস্টার শহিদুল ইসলাম জানান, তাৎক্ষণিকভাবে তার পরিচয় জানা যায়নি। দিনাজপুর রেলওয়ের থানায় সংবাদ দেয়া হয়েছে। পরিচয় জানার চেষ্টা চলছে।

আফছার আলী খান, চিরিরবন্দর (দিনাজপুর)

Location :

Chirirbandar
চিরিরবন্দরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু
চিরিরবন্দরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু |নয়া দিগন্ত

দিনাজপুরের চিরিরবন্দরে রেলস্টেশনের প্লাটফর্মে ট্রেনে কাটা পড়ে এক বৃদ্ধ (৭০) মারা গেছেন। তাৎক্ষণিকভাবে তার পরিচয় জানা যায়নি।

সোমবার (২৬ মে) দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই বৃদ্ধ রেললাইন ধরে হাঁটছিলেন। পঞ্চগড় হতে ঢাকাগামী পঞ্চগড় একপ্রেস ট্রেনটি স্টেশনে ঢোকার সময় ওই ব্যক্তি ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান।

স্টেশন মাস্টার শহিদুল ইসলাম জানান, তাৎক্ষণিকভাবে তার পরিচয় জানা যায়নি। দিনাজপুর রেলওয়ের থানায় সংবাদ দেয়া হয়েছে। পরিচয় জানার চেষ্টা চলছে।