ত্রিশালে দুই ট্রাকের সংঘষে নিহত ২

ত্রিশালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দুই ট্রাকের সংঘর্ষে ট্রাকচালক ও হেলপার নিহত হয়েছেন।

Location :

Trishal
উদ্ধার অভিযানে ফায়ার সার্ভিসের সদস্যরা
উদ্ধার অভিযানে ফায়ার সার্ভিসের সদস্যরা |নয়া দিগন্ত

ত্রিশাল (ময়মনসিংহ) সংবাদদাতা
ময়মনসিংহের ত্রিশালে মালবাহী একটি ট্রাককে অপর একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দিয়েছ। এতে নিহত হয়েছেন ট্রাকচালক ও হেলপার।

মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল পৌনে ৬টার দিকে উপজেলার বৈলর বড় পুকুরপাড় জামে মসজিদ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ময়মনসিংহগামী মালবাহী একটি ট্রাককে অপর একটি ট্রাক পেছন দিক থেকে ধাক্কা দেয়। এতে এক ট্রাকের চালক ও হেলপার গুরুতর আহত হয়। আশঙ্কাজনক অবস্থায় তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ত্রিশাল ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সাদিকুর রহমান বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠাই। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম ও পরিচয় জানা যায়নি। তারা ধাক্কা দেয়া ট্রাকটির চালক ও সহকারী ছিলেন।’

ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা: রাশেদ আহমেদ জানান, হাসপাতালে নিয়ে আসার আগেরই আহত দু’জনের মৃত্যু হয়।

ত্রিশাল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনসুর আহমেদ জানান, দুর্ঘটনাস্থলেই চালক নিহত হয়েছেন, তার সহযোগীকে হাসপাতালে নেয়ার পথে মারা যান। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।