সুন্দরগঞ্জে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

গাইবান্ধার সুন্দরগঞ্জে ভোরে গাড়ির ধাক্কায় যুবক সাইফুল ইসলাম নিহত হয়েছেন; পুলিশ লাশ উদ্ধার করে আইনি প্রক্রিয়া চলছে।

রেজাউল ইসলাম, সুন্দরগঞ্জ (গাইবান্ধা)

Location :

Sundarganj
সুন্দরগঞ্জে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত
সুন্দরগঞ্জে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত |প্রতীকী ছবি

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় সাইফুল ইসলাম (৩৮) নামের এক যুবকের নিহত হয়েছেন।

শনিবার ভোরের দিকে সুন্দরগঞ্জ-গাইবান্ধা আঞ্চলিক মহাসড়কের সুন্দরগঞ্জ পৌরসভার হুড়াভায়া খাঁ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাইফুল ইসলাম সুন্দরগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের রামডাকুয়া গ্রামের সাত্তার মিয়ার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতা ও মৃগী রোগে ভুগছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গাইবান্ধাগামী অজ্ঞাত একটি গাড়ি ভোরে মহাসড়ক দিয়ে যাওয়ার সময় সাইফুল ইসলামকে ধাক্কা দেয়। এসময় তিনি গাড়ির নিচে পড়ে গুরুতর আঘাতপ্রাপ্ত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে সুন্দরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে লাশ উদ্ধার করে।

তবে দুর্ঘটনায় জড়িত গাড়িটির বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।

সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাকিম আজাদ বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত যুবকের পরিচয় শনাক্ত হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।