নীলফামারীর সৈয়দপুর উপজেলায় জাবেদ আলী পীর (৬০) নামে এক বৃদ্ধের গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২৪ ডিসেম্বর) সকাল ৯টায় রংপুরের তারাগঞ্জ উপজেলার আলমপুর ইউনিয়নের সিঙ্গিমারী এলাকা থেকে লাশ উদ্ধার করা হয়।
বৃদ্ধ জাবেদ আলী সৈয়দপুর উপজেলার বাঙালীপুর ইউনিয়নের লক্ষণপুর পীরপাড়া (ডাঙ্গাপাড়া) এলাকার মরহুম কাশেম আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, জাবেদ আলী সেচ ক্যানেল, আশপাশের বিল ও ডোবা-নালা থেকে মাছসহ পাখি শিকার করতেন। মঙ্গলবার রাতে তিনি মাছ ধরার জন্য বের হন এবং বুধবার সকালে বাড়ি থেকে এক কিলোমিটার দূরে ডালিয়া সেচ ক্যানেলের অপরপাড়ে গলা কাটা অবস্থায় তার লাশ পাওয়া যায়। লাশের পাঁচ গজ দূরেই দা ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। ওই এলাকাটি রংপুরের তারাগঞ্জ উপজেলার মধ্যে হওয়ায় লাশটি তারাগঞ্জ থানা পুলিশের হেফাজতে রয়েছে।
তারাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি, তদন্ত) মো: আব্দুল্লাহ জানান, ময়নাতদন্তের জন্য লাশ রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং হত্যার সাথে জড়িতদের চিহ্নিত করে গ্রেফতার করা হবে।



