পোরশায় ভারতীয় মহিষ আটক

মহিষ দু’টির আনুমানিক বাজার মূল্য ৪ লাখ টাকা।

পোরশা (নওগাঁ) সংবাদদাতা

Location :

Naogaon
ভারতীয় মহিষ।
ভারতীয় মহিষ। |নয়া দিগন্ত

নওগাঁর পোরশা সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (১৬ বিজিবি) নিতপুর বিওপির টহল দল নায়েব সুবেদার মুহাম্মদ আলী খানের নেতৃত্বে মালিকবিহীন ভারতীয় দু’টি মহিষ আটক করেছে।

রোববার (৯ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে আরআইবি ও সিভিল সোর্সের তথ্যের ভিত্তিতে ব্যাটালিয়নের অধীনস্থ নিতপুর বিওপির সীমান্ত মেইন পিলার থেকে আনুমানিক দুই কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে হবুর মোড় আম বাগানের ভেতর থেকে মহিষ দু’টি আটক করা হয়।

মাঝারি আকারের ভারতীয় মহিষ দু’টির আনুমানিক বাজার মূল্য ৪ লাখ টাকা।

পরে মহিষ দু’টি কাস্টমে জমা দেয়া হয়েছে।

নিতপুর বিজিবির কোম্পানি কমান্ডার সুবেদার মো: আব্দুল আওয়াল বিষয়টি নিশ্চিত করেছেন।