লক্ষ্মীপুর সদরে ডিবি পুলিশ অভিযান চালিয়ে অস্ত্রসহ বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে।
সোমবার (১ ডিসেম্বর) দুপুরে উপজেলার চন্দ্রগঞ্জের পশ্চিম বাজারস্থ কলেজ রোডে মোল্লা নূহা অটো ট্রেডার্স অ্যান্ড লেদ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে এ অভিযান চালানো হয়।
এ সময় ওয়ার্কশপটি থেকে একটি দেশীয় তৈরি পিস্তল ও আগ্নেয়াস্ত্র তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করা হয়। এতে আগ্নেয়াস্ত্র তৈরির সকল সরঞ্জামদিই ছিল। তবে অভিযানের খবর পেয়ে ওয়ার্কশপটির মালিক নুর উদ্দিন পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি৷ নুর উদ্দিন নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ৪ নম্বর আলাইয়ারপুর ইউনিয়নের জগদীশপুর গ্রামের মরহুম আব্দুর গোফরানের ছেলে৷
ডিবি পুলিশ জানায়, দীর্ঘদিন ধরেই ওয়ার্কশপটি ডিবি পুলিশের নজরদারিতে ছিল। গোপন তথ্যের ভিত্তিতে এ অভিযানে ওয়ার্কশপটির ভাড়াটিয়া প্রোপাইটর নুর উদ্দিনের ওয়ার্কশপ থেকে দেশীয় তৈরি একটি পিস্তল ও অস্ত্র তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম জব্দ করা হয়। অভিযানের খবর পেয়ে ওয়ার্কশপটির মালিক নুর উদ্দিন পালিয়ে যায়।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন টিটো জানান, সুনির্দিষ্ট তথ্য পাওয়ার পর সেখানে অভিযান চালানো হয়। এ সময় একটি পিস্তলসহ আগ্নেয়াস্ত্র তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র ও আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জামাদি থানায় হস্তান্তর ও মামলার প্রস্তুতি চলছে।
ঘটনাটি নিয়ে আরো তদন্ত চলছে বলেও জানান তিনি।



