বরিশালে জেলা আওয়ামী লীগ নেত্রীর রহস্যজনক মৃত্যু

কেকা ছিলেন জুলাই-আগস্ট মাসে দায়ের হওয়া তিনটি মামলার আসামি, যা সাম্প্রতিক সময়ে রাজনৈতিক অঙ্গনে আলোচিত ছিল।

আযাদ আলাউদ্দীন, বরিশাল ব্যুরো

Location :

Barishal
শারমিন মৌসুমি কেকা
শারমিন মৌসুমি কেকা |নয়া দিগন্ত

ঝালকাঠি জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শারমিন মৌসুমি কেকা বরিশাল শহরের নিজ বাসায় রহস্যজনকভাবে মারা গেছেন।

সোমবার (১৩ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে সদর রোড এলাকার বাসা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

শারমিনের মেয়ে দিতান জানান, বিকেল থেকে মায়ের কোনো সাড়া না পেয়ে রাতে দরজা খুলে দেখেন, মা খাটে মৃত অবস্থায় পড়ে আছেন। পরে বিষয়টি তার বাবাকে জানান।

পরিবার সূত্রে জানা গেছে, শারমিন মৌসুমি কেকা দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন এবং তার হার্টে রিং বসানো ছিল।

জানা গেছে, কেকা ছিলেন জুলাই-আগস্ট মাসে দায়ের হওয়া তিনটি মামলার আসামি, যা সাম্প্রতিক সময়ে রাজনৈতিক অঙ্গনে আলোচিত ছিল।

বরিশাল কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মিজানুর রহমান জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে খাটে শোয়া অবস্থায় লাশ উদ্ধার করে। প্রাথমিকভাবে শরীরের একপাশে রক্ত জমাট দেখা যাওয়ায় লাশ ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।