টাঙ্গাইলে নাহিদ ইসলাম

মওলানা ভাসানীর আদর্শে উজ্জীবিত হয়ে দেশ গড়ার প্রত্যয় এনসিপির

‘যারা বাংলাদেশের স্থপতি তাদেরকে বাদ দিয়ে জাতির পিতা হিসেবে একজনকে ঘোষণা করা হয়েছে। একজনকে গত ৫৪ বছর ধরে পূজা করা হয়েছে। কিন্তু মওলানা ভাসানী না থাকলে শেখ মুজিব তৈরি হতো না।’

মালেক আদনান, টাঙ্গাইল

Location :

Tangail
বক্তব্য রাখছেন নাহিদ ইসলাম
বক্তব্য রাখছেন নাহিদ ইসলাম |নয়া দিগন্ত

মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর আদর্শ ও দর্শনকে সামনে রেখে একটি গণতান্ত্রিক ও শোষণমুক্ত বাংলাদেশ গড়ার ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

এনসিপির দেশব্যাপী জুলাই পদযাত্রার অংশ হিসেবে মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে টাঙ্গাইল শহরের নিরালা মোড়ে আয়োজিত সমাবেশে এই প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

এর আগে সার্কিট হাউজের সামনে থেকে একটি বিশাল পদযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক ঘুরে সমাবেশস্থলে গিয়ে শেষ হয়।

নাহিদ ইসলাম বলেন, ‘আমরা এই সমাবেশে মওলানা ভাসানীকে শ্রদ্ধাভরে স্মরণ করতে চাই। তিনি শুধু বাংলাদেশ নয়, পুরো উপমহাদেশের অন্যতম রাজনৈতিক পুরুষ ছিলেন। মওলানা ভাসানী প্রথম ব্যক্তি যিনি পাকিস্তানী শাসক গোষ্ঠীদের বিদায় ঘোষণা করেছিলেন কাগমারী সম্মেলনের মাধ্যমে। তিনি একাই ব্রিটিশ ঔপনিবেশদের বিরুদ্ধে লড়াই করেছেন। মওলানা ভাসানী দিল্লির বিরুদ্ধে লড়াই করেছেন। অথচ তাকে ইতিহাসে স্মরণ করা হয় না। আমরা মওলান ভাসানীর সেই আদর্শকে ধারণ করে বাংলাদেশকে এগিয়ে নিতে চাই।’

নাহিদ ইসলাম বলেন, ‘যারা বাংলাদেশের স্থপতি তাদেরকে বাদ দিয়ে জাতির পিতা হিসেবে একজনকে ঘোষণা করা হয়েছে। একজনকে গত ৫৪ বছর ধরে পূজা করা হয়েছে। কিন্তু মওলানা ভাসানী না থাকলে শেখ মুজিব তৈরি হতো না।’

গত কয়েকদিন ধরে রংপুরের একটি উপজেলায় হিন্দুদের বাড়ি-ঘরে হামলা ও লুটপাটের ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে নাহিদ ইসলাম বলেন, ‘আমরা ধর্মীয় সম্প্রীতির বাংলাদেশ গড়তে চাই। অন্য ধর্মের উপর আঘাত করা আমাদের নবীজি শিক্ষা দেননি। নবীজি সব সময়ই অন্য ধর্মের নিরাপত্তা নিশ্চিত করতেন। তবে সেখানে আমাদের নবীজিকে নিয়ে যারা কটূক্তি করেছে তাদেরও বিচারের আওতায় আনতে হবে।’

সমাবেশে উপস্থিত ছিলেন এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা, উত্তরাঞ্চলের সংগঠক আজাদ খান ভাসানী, উত্তরাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক সাইফুল্লাহ হায়দার, যুগ্ম মুখ্য সংগঠক অলিক মৃ, কেন্দ্রীয় নির্বাহী কমিটি সদস্য মেজর (অব:) সালাউদ্দিন ও সাইফুল ইসলাম, জেলার প্রধান সমন্বয়কারী মাসুদুর রহমান রাসেল প্রমুখ।

এর আগে সোমবার রাতেই দলের নেন্দ্রীয় নেতারা টাঙ্গাইলে পৌঁছে প্রথমে সন্তোষে মওলানা ভাসানীর মাজার জিয়ারত করেন। এ সময় তারা মাজারে পুষ্পার্ঘ্য অর্পণ করে ভাসানীর আত্মার মাগফিরাত কামনায় দোয়া করেন। পরে টাঙ্গাইল সার্কিট হাউজে রাত্রীযাপন করেন তারা।