রংপুরে বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা

আধিপত্যবাদবিরোধী অবস্থান ও বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে বেগম খালেদা জিয়ার আপসহীন অবস্থান সারাবিশ্বে জাতীয়তাবাদের মডেল হিসেবে সমুন্নত থাকবে।

সরকার মাজহারুল মান্নান, রংপুর ব্যুরো

Location :

Rangpur
রংপুরে বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে
রংপুরে বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে |নয়া দিগন্ত

রংপুরে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩১ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে নগরীর কালেক্টরেট ঈদগাহ মাঠে জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজায় ইমামতি করেন মাওলানা হামিদুল ইসলাম। জানাজায় অংশ নেন রেঞ্জ ডিআইজি আমিরুল ইসলাম, মহানগর পুলিশ কমিশনার মজিদ আলী, বাংলাদেশ জামায়াতে ইসলামী, বিএনপি, এনসিপি, জাতীয় পার্টির নেতারাসহ সর্বস্তরের মানুষ।

জানাজায় অংশগ্রহণকারীরা বলেন, আধিপত্যবাদবিরোধী অবস্থান ও বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে বেগম খালেদা জিয়ার আপসহীন অবস্থান সারাবিশ্বে জাতীয়তাবাদের মডেল হিসেবে সমুন্নত থাকবে।