শিবচরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাচনী প্রচারণার ব্যানার-ফেস্টুন উচ্ছেদ

রোববার বিকেলে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এইচ এম ইবেনে মিজান।

শিবচর (মাদারীপুর) সংবাদদাতা

Location :

Madaripur
নির্বাচনী প্রচারণার ব্যানার-ফেস্টুন উচ্ছেদ
নির্বাচনী প্রচারণার ব্যানার-ফেস্টুন উচ্ছেদ |নয়া দিগন্ত

মাদারীপুরের শিবচরে রাস্তার দুই পাশে টাঙানো নির্বাচনী প্রচারণার সকল প্রকার ব্যানার-পোস্টার ও ফেস্টুন উচ্ছেদ করেছেন শিবচর উপজেলার ভ্রাম্যমাণ আদালত।

রোববার (১৪ ডিসেম্বর) বিকেলে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এইচ এম ইবেনে মিজান।

এ সময় শিবচর উপজেলা নির্বাচন অফিসার মো: আশফাকুর রহমান বলেন, ‘নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী আমি সকল নেতাকর্মীদের বিশেষভাবে অনুরোধ করছি তারা যেন নিজ নিজ দায়িত্বে তাদের প্রচারণার পোস্টার-ব্যানার ও ফেস্টুন সরিয়ে ফেলে। যাতে নির্বাচনী বিধি লঙ্ঘন না হয়। নির্বাচন কমিশনের নির্দেশনা বাস্তবায়নে আমরা উপজেলায় উচ্ছেদ অভিযান পরিচালনা করছি। এ উচ্ছেদ অভিযান চলমান থাকবে।’

এ সময় অন্যদের মধ্যে শিবচর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শাইখা সুলতানা ও শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শফিকুল ইসলামসহ অন্যরা উপস্থিত ছিলেন।