সিলেটে কুরিয়ার সার্ভিসের কাভার্ডভ্যান ডাকাতি, গ্রেফতার ৬

উদ্ধার হওয়া মালামালের মধ্যে রয়েছে- ১৯ বস্তা জিরা, ১২ বস্তায় ৬৭৫ প্যাকেট ফুসকা, ৫৮টি শাড়ি, ১২০০ পিস কসমেটিকস ও ৪০ কেজি চাল।

সিলেট ব্যুরো

Location :

Sylhet
সিলেটে কুরিয়ার সার্ভিসের কাভার্ডভ্যান ডাকাতির ঘটনায় ছয়জনকে গ্রেফতার করা হয়েছে
সিলেটে কুরিয়ার সার্ভিসের কাভার্ডভ্যান ডাকাতির ঘটনায় ছয়জনকে গ্রেফতার করা হয়েছে |ছবি : নয়া দিগন্ত

সিলেটের ওসমানীনগরে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের কাভার্ডভ্যান ডাকাতির ঘটনায় ৬ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ডাকাতদের কাছ থেকে লুণ্ঠিত মালামালও উদ্ধার করা হয়।

সিলেট জেলা পুলিশ জানায়, শনিবার (২৪ আগস্ট) দিবাগত রাত ১২টার দিকে ওসমানীনগর উপজেলার এলাকায় একটি সুন্দরবন কুরিয়ার কাভার্ডভ্যান ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনায় ওসমানীনগর থানায় ডাকাতির মামলা দায়ের করা হয়। এরপর রাতেই একাধিক অভিযান চালিয়ে ডাকাতদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- মো: শানুর শাহ (২৯), রলেক মিয়া (৪০), আব্দুল মজিদ (২৪), সুফিয়ান আহমেদ (২৬), দিলশাদ আহমেদ রাজু (৩৪) ও সাইদুর রহমান সাদী (২১)। তাদের সবাই সিলেট জেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা।

উদ্ধার হওয়া মালামালের মধ্যে রয়েছে- ১৯ বস্তা জিরা, ১২ বস্তায় ৬৭৫ প্যাকেট ফুসকা, ৫৮টি শাড়ি, ১২০০ পিস কসমেটিকস ও ৪০ কেজি চাল।

সিলেট জেলা পুলিশের মিডিয়া কর্মকর্তা সহকারী পুলিশ সুপার সম্রাট তালুকদার বলেন, ওসমানীনগর থানা পুলিশের টানা অভিযানে ডাকাতদের শনাক্ত ও গ্রেফতার করা সম্ভব হয়েছে। তাদেরকে সোমবার (২৫ আগস্ট) আদালতে সোপর্দ করা হয়েছে।