‘নতুন বাংলাদেশ গড়ে তুলতে ফ্যাসিবাদ, দুর্নীতি ও চাঁদাবাজদের কোনোভাবেই ফিরে আসার সুযোগ দেওয়া হবে না’- এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আমির মাওলানা মোবারক হোসাঈন।
আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার আয়োজনে আয়োজিত এ কর্মসূচিতে আগে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ থেকে একটি র্যালি বের হয়ে প্রেসক্লাব চত্বরে এসে শেষ হয়।
সমাবেশে বক্তারা বলেন, ‘গত বছরের ৫ আগস্টের গণঅভ্যুত্থান ছিল ফ্যাসিবাদ ও স্বৈরাচারের বিরুদ্ধে ছাত্র-জনতার রক্তাক্ত জবাব, যা আজও জাতির মাঝে অমলিন চেতনা হিসেবে বিরাজ করছে। এই দিনে ঐক্যবদ্ধ প্রতিরোধের মাধ্যমে একটি ফ্যাসিবাদী সরকারের পতন ঘটানো হয়েছিল। ভবিষ্যতেও যদি ঐক্যবদ্ধভাবে আমরা শাহাদাতের মনোভাব নিয়ে এগিয়ে থাকি, তবে আর কোনো ফ্যাসিবাদ বাংলার মাটিতে টিকে থাকতে পারবে না।’
অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি জুনাইদ হাসান, ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের প্রার্থী অ্যাডভোকেট আব্দুল বাতেন।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আমিনুল ইসলাম, অফিস সম্পাদক অ্যাডভোকেট মনির হোসেন, আইন সম্পাদক কাজী সিরাজুল ইসলাম সিরাজ, আইসিটি ও শিক্ষা সম্পাদক রাজিফুল হাসান বাপ্পী, প্রচার সম্পাদক রোকন উদ্দিন এবং ইসলামী ছাত্রশিবিরের জেলা সভাপতি হাসান মাহমুদ ও সেক্রেটারি জুলফিকার হায়দার রাফিসহ জামায়াত ও শিবিরের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।