নোবিপ্রবিতে পরিসংখ্যান বিভাগের ১৫তম আবর্তনের বিদায় সংবর্ধনা

বিশ্ববিদ্যালয়ের বীর শ্রেষ্ঠ শহীদ মোহাম্মদ রুহুল আমিন অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল।

মুহাম্মদ হানিফ ভুঁইয়া, নোয়াখালী অফিস

Location :

Noakhali
নোবিপ্রবিতে পরিসংখ্যান বিভাগের ১৫তম আবর্তনের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
নোবিপ্রবিতে পরিসংখ্যান বিভাগের ১৫তম আবর্তনের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত |নয়া দিগন্ত

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) পরিসংখ্যান বিভাগের ১৫তম আবর্তনের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

বিশ্ব বিদ্যালয় সূত্রে জানাগেছে রোববার (১৭ আগস্ট) নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) পরিসংখ্যান বিভাগের ১৫তম আবর্তনের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয়ের বীর শ্রেষ্ঠ শহীদ মোহাম্মদ রুহুল আমিন অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল।

বিভাগের চেয়ারম্যান মো: মামুন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নোবিপ্রবি বিজ্ঞান অনুষদের ডিন ড. মোহাম্মদ মহিনুজ্জামান এবং প্রক্টর এ এফ এম আরিফুর রহমান। অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন পরিসংখ্যান বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভিসি অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল বলেন, ‘অনেক চড়াই উতরাই পার করে আপনারা গ্র্যাজুয়েট হয়েছেন এ জন্য আপনাদের অভিনন্দন। অনুকূল এবং প্রতিকূল উভয় পরিবেশে কাজ করতে হবে। জীবনে বাধা-বিপত্তি আসবে, এর মধ্যে থেকেই চ্যালেঞ্জ নিয়ে সামনে এগিয়ে যেতে হবে। আমরা অ্যাকাডেমিক পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের এক্সট্রা কারিকুলাম এবং কো-কারিকুলাম অ্যাক্টিভিটিজ গুলোকে অনেক বেশি গুরুত্ব দিচ্ছি। যা ভবিষ্যত কর্ম জীবনে তাদের কাজে আসবে। আপনারা যেখানেই যান না কেন এই বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বাসেডর হিসেবে কাজ করবেন।