বড়াইগ্রামে বাসচাপায় অটোরিকশার চালকসহ নিহত ৩

নাটোরের বড়াইগ্রামে বাসচাপায় অটোরিকশার চালকসহ তিনজন নিহত ও তিনজন আহত হয়েছেন। পুলিশ বাসটি জব্দ করেছে, চালক ও হেলপার পলাতক।

মন্তাজুর রহমান রানা, বড়াইগ্রাম (নাটোর)

Location :

Baraigram
বড়াইগ্রামে বাসের চাপায় অটোরিকশার চালকসহ তিনজন নিহত হয়েছেন
বড়াইগ্রামে বাসের চাপায় অটোরিকশার চালকসহ তিনজন নিহত হয়েছেন |প্রতীকী ছবি

নাটোরের বড়াইগ্রামে যাত্রীবাহী বাসের চাপায় অটোরিকশার চালকসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন।

সোমবার (৬ অক্টোবর) দুপুর ২টার দিকে নাটোর-পাবনা মহাসড়কের গুনাইহাটী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন বড়াইগ্রামের কালিকাপুর পূর্বপাড়া এলাকার মরহুম অফেজ উদ্দিনের ছেলে সমাজসেবা অধিদফতরের অবসরপ্রাপ্ত অফিস সহায়ক আনসার আলী (৬২), জেলার লালপুর উপজেলার ধলা গ্রামের ইদু প্রামাণিকের ছেলে অটোরিকশা চালক মুনছের প্রামাণিক (৭০) ও একই গ্রামের নওফেল হোসেনের ছেলে নয়ন হোসেন (২৬)।

আহতদের মধ্যে আনসার আলীর স্ত্রী রাশিদা বেগম (৫৫), বড় ছেলে রানা আহম্মেদ (৩৮) ও ছোট ছেলে রাসেলকে (২৩) গুরুতর আহত অবস্থায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতের স্বজনরা জানান, বেলা ২টার দিকে আনসার আলী তার স্ত্রী ও দু’ছেলেকে নিয়ে অটোরিকশায় মানিকপুর গ্রামে বিয়াই বাড়িতে দাওয়াত খেতে যাচ্ছিলেন। পথে গুনাইহাটী মসজিদের সামনে অটোরিকশাটি টার্ন নিয়ে ডানের ফিডার সড়কের দিকে যাচ্ছিল। এ সময় নাটোর থেকে কুষ্টিয়াগামী যাত্রীবাহী বাস কল্পনা এক্সপ্রেস পেছন থেকে অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার চালকসহ তিনজন নিহত হন। পরে স্থানীয়রা আনসার আলীর স্ত্রী ও দু’ছেলেকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে স্থানীয় ক্লিনিকে ও পরে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

বনপাড়া হাইওয়ে থানার ইনচার্জ (ওসি) মঞ্জুর মোর্শেদ জানান, খবর পেয়ে রাজাপুর এলাকা থেকে বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক ও হেলপার পালিয়ে গেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।